নিউ দিল্লি, 16 মে : আধার কার্ড না থাকলেও ভ্যাকসিন নেওয়া, ওষুধ, হাসপাতালে বেড বা চিকিৎসা আটকাবে না ৷ শনিবার জানাল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) ৷
একটি বিবৃতিতে ইউআইডিএআই জানিয়েছে, 12 অঙ্কের বায়োমেট্রিক আইডিকার্ড না থাকলেও যে কোনো সুবিধে, পরিষেবা পেতে সমস্যা হবে না, এটা নিশ্চিত করতে আধার-এর জন্য "ওয়েল এস্টাবলিশড হ্যান্ডলিং মেকানিজম" (ইএইচএম) রয়েছে ৷
আধার কার্ড না থাকলে কেউ প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পাবে না, এই খবরগুলির প্রসঙ্গে জানানো হয়, কোনো বাসিন্দার কোনো বিশেষ কারণে আধার করা না থাকলে, তাদের জরুরি পরিষেবা থেকে বঞ্চিত করা হবে না ৷ এমনকি আধারকার্ড থাকলেও তা অনলাইনে দেখা না গেলে সংশ্লিষ্ট এজেন্সি বা দফতর আধার অ্যাক্ট, 2016-র নিয়ম অনুযায়ী অনুযায়ী তাকে জরুরি পরিষেবা দিতে বাধ্য ৷