পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আধার কার্ড না থাকলেও ফিরিয়ে দিতে পারে না হাসপাতাল, জানাল ইউআইডিএআই - আধার অ্যাক্ট, 2016

আধার কার্ড না থাকলে নাকি অনেকেই স্বাস্থ্য পরিষেবা, ওষুধ, হাসপাতালে বেড পাচ্ছেন না ৷ শনিবার এই অভিযোগ নস্যাৎ করে ইউআইডিএআই একটি বিবৃতিতে জানাল যে, চিকিৎসার যে কোনো প্রয়োজনে আধার কার্ড কোনো বাধা হয়ে দাঁড়াবে না ৷

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া

By

Published : May 16, 2021, 11:30 AM IST

নিউ দিল্লি, 16 মে : আধার কার্ড না থাকলেও ভ্যাকসিন নেওয়া, ওষুধ, হাসপাতালে বেড বা চিকিৎসা আটকাবে না ৷ শনিবার জানাল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) ৷

একটি বিবৃতিতে ইউআইডিএআই জানিয়েছে, 12 অঙ্কের বায়োমেট্রিক আইডিকার্ড না থাকলেও যে কোনো সুবিধে, পরিষেবা পেতে সমস্যা হবে না, এটা নিশ্চিত করতে আধার-এর জন্য "ওয়েল এস্টাবলিশড হ্যান্ডলিং মেকানিজম" (ইএইচএম) রয়েছে ৷

আধার কার্ড না থাকলে কেউ প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পাবে না, এই খবরগুলির প্রসঙ্গে জানানো হয়, কোনো বাসিন্দার কোনো বিশেষ কারণে আধার করা না থাকলে, তাদের জরুরি পরিষেবা থেকে বঞ্চিত করা হবে না ৷ এমনকি আধারকার্ড থাকলেও তা অনলাইনে দেখা না গেলে সংশ্লিষ্ট এজেন্সি বা দফতর আধার অ্যাক্ট, 2016-র নিয়ম অনুযায়ী অনুযায়ী তাকে জরুরি পরিষেবা দিতে বাধ্য ৷

আরো পড়ুন : কোভিড-19-এর চিকিৎসা থেকে বাদ পড়তে পারে প্লাজ়মা থেরাপি

যদি এর ব্যতিক্রম হয়, কোনো দফতর আধার কার্ড না থাকার জন্য ওষুধ, পরিষেবা দিতে প্রত্যাখ্যান করে, তা হলে বিষয়টি সংশ্লিষ্ট দফতরের উচ্চআধিকারিককে জানানো হবে ৷

মানুষকে কোনো পরিষেবা দেওয়া হলে, তার স্বচ্ছতা নিশ্চিত করতে এই প্রযুক্তির ব্যবহার করা হয় ৷ তবে 24 অক্টোবর, 2017 সালে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কার্ড না থাকলেও কেউ এর সুবিধে থেকে বঞ্চিত হবেন না ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, নতুন কোভিড-19 সংক্রমণের সংখ্যা 3,26,098, মৃত 3,890 জন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details