পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এপ্রিল-মে-তে টিকাপ্রাপ্ত কারও কোভিডে মৃত্যু হয়নি : এইমস - কোভিড 19

চলতি বছর এপ্রিল-মে মাসে টিকার দুটি ডোজ নেওয়া কেউ করোনার কারণে মারা যাননি ৷ এইমসের সাম্প্রতিক গবেষণায় এই তথ্য প্রকাশিত হয়েছে ৷

No deaths among those re-infected with Covid-19 even after vaccination, claims AIIMS study
এপ্রিল-মে-তে টিকাপ্রাপ্ত কারও কোভিডে মৃত্যু হয়নি : এইমস

By

Published : Jun 4, 2021, 4:31 PM IST

নয়াদিল্লি, 4 জুন :চলতি বছর এপ্রিল-মে মাসে টিকাপ্রাপ্ত কারও করোনার কারণে মৃত্যু হয়নি ৷ এইমসের সাম্প্রতিক একটি গবেষণায় এই তথ্য প্রকাশিত হয়েছে ৷ দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময়ে ব্রেকথ্রু ইনফেকশনের প্রথম জিনোমিক ক্রমে এই তথ্য উঠে এসেছে ৷ সহজভাবে বললে বলা যায় যে, টিকার সব ডোজ নেওয়ার পরও কোনও ব্যক্তি কোভিড 19-এ সংক্রমিত হলে তাকে বলে ব্রেকথ্রু ইনফেকশন ৷

মার্কিন স্বাস্থ্য সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে জানানো হয়েছে, "সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্তরা করোনায় আক্রান্ত হলে তাঁদের হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যু হওয়ার ঘটনা খুবই নগণ্য ৷"

আরও পড়ুন:করোনার ভয়ংকর দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী প্রবল সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট

এপ্রিল-মে মাসে এইমস দিল্লির ব্রেকথ্রু ইনফেকশন নিয়ে প্রথম গবেষণায় দেখা গিয়েছে যে, দেশে করোনার ভয়ংকর পরিস্থিতির মধ্যেও সেই সময়ে টিকার দুটি ডোজপ্রাপ্ত একজনেরও করোনার কারণে মৃত্যু হয়নি ৷ যে 63টি ব্রেকথ্রু ইনফেকশনের ঘটনা ঘটেছে, অর্থাত্ টিকার ডোজ নেওয়ার পরও যাঁদের করোনা হয়েছে সেই 63 জনের মধ্যে 36 জন দুটি ডোজই নিয়েছিলেন এবং 27 জন একটি ডোজ নিয়েছিলেন ৷ 10 জন নিয়েছিলেন কোভিশিল্ড ও 53 জন নিয়েছিলেন কোভ্যাকসিন ৷

ABOUT THE AUTHOR

...view details