পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অক্সিজেনের অভাবে মহারাষ্ট্রে কোনও করোনা আক্রান্তের মৃত্যু হয়নি, দাবি মন্ত্রীর

মহারাষ্ট্রে অক্সিজেনের অভাবে কোনও করোনা আক্রান্তের মৃত্যু হয়নি বলে জানালেন সে রাজ্যের স্বাস্থ্য় মন্ত্রী রাজেশ তোপে ৷ তিনি দাবি করেছেন, করোনার দ্বিতীয় ঢেউ যখন সর্বোচ্চ পর্যায়ে ছিল, তখনও মহারাষ্ট্রে অক্সিজেনের ঘাটতি হয়নি ৷

no-death-in-maharashtra-due-to-lack-of-oxygen-says health-minister Rajesh Tope
অক্সিজেনের অভাবে মহারাষ্ট্রে কোনও করোনা আক্রান্তের মৃত্যু হয়নি : রাজেশ তোপে

By

Published : Jul 22, 2021, 11:41 AM IST

মুম্বই, 22 জুলাই : অক্সিজেনের অভাবে মহারাষ্ট্রে কোনও করোনা আক্রান্তের মৃত্যু হয়নি ৷ এমনই দাবি করলেন মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপে ৷ তাঁর দাবি, করোনার দ্বিতীয় ঢেউ যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তখনও করোনা আক্রান্তদের প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে ৷ সেই রাজ্যে অক্সিজেনের যোগান সবসময় ছিল বলে জানিয়েছেন রাজেশ তোপে ৷

করোনার অতিমারির দ্বিতীয় ঢেউ এর সময় দেশের প্রতিটি রাজ্যে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর খবর আসছিল ৷ বিভিন্ন সংবাদমাধ্যমে বারবার সেই ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে ৷ কিন্তু, এবার মহারাষ্ট্র সরকারের দাবি করেছে, সে রাজ্যে অক্সিজেনের অভাবে কোনও করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি ৷

মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপে এ নিয়ে বলেন, ‘‘মহারাষ্ট্রে করোনা সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে একজন রোগীও অক্সিজেনের অভাবে মারা যাননি ৷ সবসময় প্রয়োজনীয় অক্সিজেনের যোগান রাখা হয়েছিল ৷ এমনকি যখন প্রত্যেক দিন প্রায় 65 হাজার মানুষ সংক্রমিত হচ্ছিলেন, তখনও অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছিল এবং রোগীদের কাছে তা পৌঁছে দেওয়া হয়েছে ৷ ভগবানের অশেষ কৃপা, একজন রোগীও অক্সিজেনের অভাবে মারা যাননি ৷’’

আরও পড়ুন : Coronavirus India: দেশে সামান্য কমল সংক্রমণ; মৃত 507

তিনি আরও জানিয়েছেন, সেই সময় ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ব্যবহার হওয়া অক্সিজেনের 100 শতাংশ চিকিৎসার কাজে লাগানো হয়েছিল ৷ এমনকি যে পরিমাণ তরল মেডিকেল অক্সিজেন মহারাষ্ট্রে প্রয়োজন ছিল, তা সেখানেই উৎপাদন করা হয়েছে ৷ পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও অক্সিজেন আনিয়েছে মহারাষ্ট্র সরকার ৷ রাজেশ তোপের মতে, রাজ্যে অক্সিজেনের ব্যবস্থাপনা একদম সঠিক মাত্রায় ছিল ৷

আরও পড়ুন : Oxygen-Congress : মোদির মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস দেবে কংগ্রেস

প্রসঙ্গত, কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল কেন্দ্রের কাছে অক্সিজেনের অভাবে করোনা রোগীদের মৃত্যু এবং রাস্তায় করোনা আক্রান্তের মৃত্যু নিয়ে জানতে চেয়েছিলেন ৷ যা নিয়ে বিস্তারিত একটি চিঠি কংগ্রেস সাংসদকে লিখেছেন স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ড. ভারতী প্রবীণ পাওয়ার ৷ সেখানে তিনি উল্লেখ করেছেন, স্বাস্থ্য প্রতিটি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিনিয়ত সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে পাঠায় ৷ তিনি এও জানিয়েছেন, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্র চাহিদা অনুযায়ী সবসময় মেডিকেল অক্সিজেনের ব্যবস্থা করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details