পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC on Taj Mahal: তাজমহলের 500 মিটারের মধ্যে বন্ধ হচ্ছে ব্যবসা, কার্যকর হচ্ছে সুপ্রিম কোর্টের রায় - এডিএ

গত 26 সেপ্টেম্বর তাজমহলের সামনে থেকে সবরকম বাণিজ্যিক কার্যকলাপ বন্ধ (No Business Activities in 500 Meters of Taj Mahal) করতে আগ্রা উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ এ বার সেই নির্দেশ কার্যকর করতে উদ্যোগী হল এডিএ (Agra Development Authority) ৷ আগামী 17 অক্টোবরের মধ্যে সব দোকানপাট তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

No Business Activities in 500 Meters of Taj Mahal ADA Complete Survey
No Business Activities in 500 Meters of Taj Mahal ADA Complete Survey

By

Published : Oct 2, 2022, 7:54 PM IST

নয়াদিল্লি, 2 অক্টোবর: সুপ্রিম কোর্ট সম্প্রতি আগ্রা উন্নয়ন কর্তৃপক্ষকে (Agra Development Authority) তাজমহলের 500 মিটারের মধ্যে সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ দ্রুত বন্ধ করার নির্দেশ দিয়েছিল (No Business Activities in 500 Meters of Taj Mahal) ৷ সেই রায়ের প্রেক্ষিতে এডিএ পুরো বিষয়টি নিয়ে একটি পরিকল্পনা তৈরি করেছে ৷ শনিবার এডিএ ভাইস প্রেসিডেন্ট চর্চিত গৌর 17 অক্টোবরের মধ্যে তাজমহলের (Taj Mahal) 500 মিটারের মধ্যে হোটেল, এম্পোরিয়াম, দোকান সহ-বাণিজ্যিক কার্যক্রম তুলে দিতে বলা হয়েছে ৷ এডিএ (ADA)-কে পুরো পরিকল্পনা বাস্তবায়িত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সাহায্য করবে ৷ এর জন্য পুলিশের অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হবে ৷

তবে, তাজমহলের 500 মিটারের মধ্যে ব্যবসায়িক কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়ায় জীবন-জীবিকা সংকটের মুখে পড়েছে প্রায় 30 হাজার পরিবারের ৷ তবে, সেখানকার ব্যবসায়ী এবং হকারদের এই সমস্যার সমাধান করতে তাজগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশন তৈরি করা হয়েছে ৷ এই তাজগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি করা হয়েছে নিতিন সিং নামে একজনকে ৷ ফাউন্ডেশনের তরফে সমাধান সূত্র বের করতে লাগাতার বৈঠক করা হচ্ছে ৷

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং এএস ওকার ডিভিশন বেঞ্চ বলেছে, আগ্রা উন্নয়ন কর্তৃপক্ষ তাজমহলের মতো স্মৃতিস্তম্ভের 500 মিটারের মধ্যে কোনও বাণিজ্যিক কার্যকলাপের অনুমতি দেবে না ৷ ডিভিশন বেঞ্চ বরিষ্ঠ আইনজীবী এডিএন রাওয়ের যুক্তিগুলিকে মান্যতা দিয়েছে ৷ যিনি অ্যামিকাস কিউরি হিসাবে আদালতকে সহায়তা করছেন ৷ যাতে তাজমহলের কাছাকাছি সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিষিদ্ধ করার সময় সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত হয় ৷

আরও পড়ুন:তাজমহলের টানে সাইকেল বিক্রি করল কিশোর, তাও হল না তাজ দর্শন

উল্লেখ্য, 2022 সালের 26 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এডিএ-কে তাজমহলের 500 মিটারের মধ্যে বাণিজ্যিক কার্যকলাপ বন্ধ করার নির্দেশ দিয়েছিল ৷ তবে, এই রায়ের পর সেখানে উপার্জনকারী হকার এবং অন্যান্য ব্যবসায়ীদের মাথায় বেকারত্বের বোঝা চেপে বসেছে ৷ কীভাবে এই সমস্যা থেকে ব্যবসায়ীদের মুক্তি দেওয়া যাবে, তা নিয়ে ইতিমধ্যে উত্তরপ্রদেশ সরকার ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details