নয়াদিল্লি, 2 অক্টোবর: সুপ্রিম কোর্ট সম্প্রতি আগ্রা উন্নয়ন কর্তৃপক্ষকে (Agra Development Authority) তাজমহলের 500 মিটারের মধ্যে সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ দ্রুত বন্ধ করার নির্দেশ দিয়েছিল (No Business Activities in 500 Meters of Taj Mahal) ৷ সেই রায়ের প্রেক্ষিতে এডিএ পুরো বিষয়টি নিয়ে একটি পরিকল্পনা তৈরি করেছে ৷ শনিবার এডিএ ভাইস প্রেসিডেন্ট চর্চিত গৌর 17 অক্টোবরের মধ্যে তাজমহলের (Taj Mahal) 500 মিটারের মধ্যে হোটেল, এম্পোরিয়াম, দোকান সহ-বাণিজ্যিক কার্যক্রম তুলে দিতে বলা হয়েছে ৷ এডিএ (ADA)-কে পুরো পরিকল্পনা বাস্তবায়িত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সাহায্য করবে ৷ এর জন্য পুলিশের অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হবে ৷
তবে, তাজমহলের 500 মিটারের মধ্যে ব্যবসায়িক কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়ায় জীবন-জীবিকা সংকটের মুখে পড়েছে প্রায় 30 হাজার পরিবারের ৷ তবে, সেখানকার ব্যবসায়ী এবং হকারদের এই সমস্যার সমাধান করতে তাজগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশন তৈরি করা হয়েছে ৷ এই তাজগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি করা হয়েছে নিতিন সিং নামে একজনকে ৷ ফাউন্ডেশনের তরফে সমাধান সূত্র বের করতে লাগাতার বৈঠক করা হচ্ছে ৷