আগ্রা, 27 জানুয়ারি : ভ্যালেন্টাইন ডে’র দিন প্রেমিক ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না কলেজে৷ তাই তার আগে সমস্ত ছাত্রীকে জোগাড় করতে হবে প্রেমিক৷ এমনই একটি নির্দেশিকা ভাইরাল হয়ে যায় উত্তর প্রদেশের আগরার সেন্ট জন কলেজে৷ যার জেরে চরম অস্বস্তিতে পড়েছে কলেজের ম্যানেজমেন্ট৷ কিন্তু ভাইরাল হওয়া এই নির্দেশিকা ভুয়ো বলে জানা গিয়েছে৷
ওই চিঠিতে লেখা হয়েছে, ‘‘14 ফেব্রুয়ারির আগে প্রত্যেক ছাত্রীর জন্য অন্তত একজন প্রেমিক যোগাড় করা বাধ্যতামূলক৷ এটা নিরাপত্তার কারণে করা হয়েছে৷ একা কোনও ছাত্রীকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না৷ তাঁদের প্রেমিকের সঙ্গে একটি সাম্প্রতিক ছবি দেখাতে হবে৷ ভালোবাসা ছড়িয়ে দিন৷’’