পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভ্যাকসিন-কোভিশিল্ড পুরোপুরি নিরাপদ, জানাল কেন্দ্রীয় কমিটি

কোভ্য়াকসিন বা কোভিশিল্ড পুরোপুরি নিরাপদ বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তাই টিকা নিয়ে দুশ্চিন্তা করতে বারণ করা হয়েছে ৷ যদিও এর আগে ড্রাগস কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার তরফে একই কথা জানিয়ে টিকাকরণে সবুজ সংকেত দেওয়া হয়েছিল ৷

Covishield
প্রতীকী ছবি

By

Published : Mar 23, 2021, 4:33 PM IST

Updated : Mar 23, 2021, 5:40 PM IST

নয়াদিল্লি, 23 মার্চ : কোভিশিল্ড বা কোভ্য়াকসিন নিলে রক্ত জমাট বাঁধে না ৷ তাই করোনা টিকা নিয়ে কোনও দুশ্চিন্তা করার কোনও কারণ নেই ৷ আজ কেন্দ্রীয় সরকারের পদস্থ আধিকারিকদের নিয়ে তৈরি একটি কমিটি একথা জানিয়েছে ৷ এর আগে অবশ্য় এই বছরের শুরুতেই ড্রাগস কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার তরফে একই কথা জানিয়ে টিকাকরণে সবুজ সংকেত দেওয়া হয়েছিল ৷

ইউরোপের বেশ কয়েকটি দেশ অ্য়াসট্রোজেনেকার টিকা নিয়ে প্রশ্ন তুলেছিল ৷ সেখানকার নাগরিকরা অভিযোগ করছিলেন, ওই টিকা নিলে রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্য়ার দেখা দিচ্ছে৷ সেকারণে বিভিন্ন দেশের সরকারের তরফে অ্য়াস্ট্রোজেনেকার টিকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ যদিও গত সপ্তাহে ইউরোপের মেডিকেল রেগুলেটর কমিটির তরফে জানানো হয়েছে টিকা নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে তা সঠিক নয় ৷ অ্য়াসট্রোজেনেকার টিকা সম্পূর্ণ সুরক্ষিত ৷

আরও পড়ুন- দিল্লিতে কমল মদ্যপানের ন্যূনতম বয়সসীমা

দ্য় ন্য়াশনাল অ্য়াডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন (এ ই এই আই) এর তরফে এবিষয়ে জানিয়েছে, কোভ্য়াকসিন এবং কোভিশিল্ডের প্রায় 400টি মেজর রিয়াকসন এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে পরীক্ষা ও বিশ্লেষণ করা হয়েছে ৷ কিন্তু কোনও ক্ষেত্রেই রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো কোনও প্রতিক্রিয়া খুঁজে পাওয়া যায়নি ৷

এদিকে গোটা দেশে টিকাকরণ নিয়ে একটি টুইট করেছে স্বাস্থ্য় মন্ত্রক ৷ গত 24 ঘণ্টায় প্রায় 32 লাখ 53 হাজার 095 জনকে টিকা দেওয়া হয়েছে বলে ওই টুইটে উল্লেখ করা হয়েছে ৷ দেশের নিরিখে জুলাইয়ের শেষ পর্যন্ত 30 কোটি দেশবাসীকে টিকা দেওয়ার লক্ষ্য়মাত্রা নিয়েছে ভারত সরকার৷

Last Updated : Mar 23, 2021, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details