নয়াদিল্লি, 23 মার্চ : কোভিশিল্ড বা কোভ্য়াকসিন নিলে রক্ত জমাট বাঁধে না ৷ তাই করোনা টিকা নিয়ে কোনও দুশ্চিন্তা করার কোনও কারণ নেই ৷ আজ কেন্দ্রীয় সরকারের পদস্থ আধিকারিকদের নিয়ে তৈরি একটি কমিটি একথা জানিয়েছে ৷ এর আগে অবশ্য় এই বছরের শুরুতেই ড্রাগস কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার তরফে একই কথা জানিয়ে টিকাকরণে সবুজ সংকেত দেওয়া হয়েছিল ৷
ইউরোপের বেশ কয়েকটি দেশ অ্য়াসট্রোজেনেকার টিকা নিয়ে প্রশ্ন তুলেছিল ৷ সেখানকার নাগরিকরা অভিযোগ করছিলেন, ওই টিকা নিলে রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্য়ার দেখা দিচ্ছে৷ সেকারণে বিভিন্ন দেশের সরকারের তরফে অ্য়াস্ট্রোজেনেকার টিকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ যদিও গত সপ্তাহে ইউরোপের মেডিকেল রেগুলেটর কমিটির তরফে জানানো হয়েছে টিকা নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে তা সঠিক নয় ৷ অ্য়াসট্রোজেনেকার টিকা সম্পূর্ণ সুরক্ষিত ৷