নয়াদিল্লি ও ইসলামাবাদ, 30 ডিসেম্বর: 26/11 মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ ৷ তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্তানকে চিঠি দেয় মোদির সরকার। ভারতের সেই চিঠি পেয়েছে পাকিস্তান ৷ এমনটাই শুক্রবার জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ । তবে তিনি বলেন, "ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি নেই ।"এক বিবৃতিতে মুমতাজ জাহরা বালোচ জানান, ভারত সরকারের কাছ থেকে একটি আর্থিক তছরুপের মামলায় হাফিজ সইদকে প্রত্যর্পণের চিঠি পেয়েছে পাকিস্তান । তবে পাকিস্তান এবং ভারতের মধ্যে কোনো দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অবশিষ্ট নেই ৷
এর আগে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছিলেন, একটি বিশেষ মামলায় বিচার প্রক্রিয়ার সম্মুখীণ হতে হবে হাফিজ সইদকে ৷ তার জন্য তাকে ভারতে ফেরানোর বিষয়ে পাকিস্তান সরকারকে চিঠি দেওয়া হয় । তিনি বলেন, "ভারতে অসংখ্য মামলায় মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় রয়েছে হাফিজ সইদ । সে রাষ্ট্রসংঘের তরফে নিষিদ্ধ জঙ্গিও । এই বিষয়ে আমরা প্রাসঙ্গিক তথ্য-সহ একটি অনুরোধ জানিয়েছি পাকিস্তান সরকারকে ৷ যাতে তাকে একটি বিশেষ মামলায় বিচার প্রক্রিয়ার জন্য ভারতের কাছে হস্তান্তর করা হয় ।"