পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির অস্তিত্ব নেই', হাফিজ-হস্তান্তরে যুক্তি পাকিস্তানের! - প্রত্যর্পণ

Hafiz Saeed: হাফিজ সইদের প্রত্যর্পণের দাবি জানিয়ে পাকিস্তানকে চিঠি দিয়েছিল ভারত। পাকিস্তানের উত্তর, দিল্লির সঙ্গে কোনো দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি নেই ইসলামাবাদের ৷

Hafiz Saeed
হাফিজ সইদ

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 12:13 PM IST

Updated : Dec 30, 2023, 12:20 PM IST

নয়াদিল্লি ও ইসলামাবাদ, 30 ডিসেম্বর: 26/11 মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ ৷ তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্তানকে চিঠি দেয় মোদির সরকার। ভারতের সেই চিঠি পেয়েছে পাকিস্তান ৷ এমনটাই শুক্রবার জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ । তবে তিনি বলেন, "ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি নেই ।"এক বিবৃতিতে মুমতাজ জাহরা বালোচ জানান, ভারত সরকারের কাছ থেকে একটি আর্থিক তছরুপের মামলায় হাফিজ সইদকে প্রত্যর্পণের চিঠি পেয়েছে পাকিস্তান । তবে পাকিস্তান এবং ভারতের মধ্যে কোনো দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অবশিষ্ট নেই ৷

এর আগে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছিলেন, একটি বিশেষ মামলায় বিচার প্রক্রিয়ার সম্মুখীণ হতে হবে হাফিজ সইদকে ৷ তার জন্য তাকে ভারতে ফেরানোর বিষয়ে পাকিস্তান সরকারকে চিঠি দেওয়া হয় । তিনি বলেন, "ভারতে অসংখ্য মামলায় মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় রয়েছে হাফিজ সইদ । সে রাষ্ট্রসংঘের তরফে নিষিদ্ধ জঙ্গিও । এই বিষয়ে আমরা প্রাসঙ্গিক তথ্য-সহ একটি অনুরোধ জানিয়েছি পাকিস্তান সরকারকে ৷ যাতে তাকে একটি বিশেষ মামলায় বিচার প্রক্রিয়ার জন্য ভারতের কাছে হস্তান্তর করা হয় ।"

মহম্মদ হাফিজ সইদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান ৷ সে 26/11 মুম্বই হামলার মাস্টারমাইন্ড এবং এছাড়াও অসংখ্য মামলায় ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় রয়েছে । 17 জুলাই 2019 সাল থেকে পাকিস্তানের কারাগারে বন্দি হাফিজ সইদ ৷ এরপর অন্য একটি অভিযোগে 2022 সালের এপ্রিলে পাকিস্তানের লাহোরের একটি বিশেষ সন্ত্রাসবিরোধী আদালত 33 বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে তাকে । রাষ্ট্রসংঘ এবং ইইউ কর্তৃক 'আন্তর্জাতিক জঙ্গি' ঘোষণা হওয়ার পরেও প্রায় দুই দশক ধরে হাফিজ সইদকে অভিযুক্ত করা হয়নি বা প্রত্যর্পণ করা হয়নি । 2008 সালের ডিসেম্বরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ হাফিজ সইদকে জঙ্গি হিসাবে ঘোষণা করেছিল ।

আরও পড়ুন:

  1. মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে ভারতে পাঠানো হোক, পাকিস্তানকে চিঠি বিদেশমন্ত্রকের
  2. সন্ত্রাসে আর্থিক মদত, হাফিজের 15 বছরের কারাদণ্ড
  3. কৃষক পরিবারের এই সন্তান ঠাণ্ডা মাথায় খুনের ছক কষেছে একের পর এক
Last Updated : Dec 30, 2023, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details