পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Army on Agnipath Protest : অগ্নিপথের সমর্থনে সেনা, উগ্র-বিক্ষোভকারীদের দেওয়া হল কড়া বার্তা - অগ্নিপথের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেলের বক্তব্য

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশজুড়ে জ্বলছে ক্ষোভের আগুন ৷ এই পরিস্থিতিতেই বিক্ষোভকারীদের প্রকল্প সম্পর্কে বোঝানোর পাশাপাশি তাঁদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় সেনা দফতরের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি(Army on Agnipath Protest)৷

Army on Agnipath
অগ্নিপথ নিয়ে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সেনা দফতরের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি

By

Published : Jun 19, 2022, 4:59 PM IST

Updated : Jun 19, 2022, 6:17 PM IST

নয়াদিল্লি, 19 জুন : কেন্দ্র সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন রবিবার এই প্রকল্প নিয়ে সাংবাদিক বৈঠক সেনা বাহিনী ৷ সেনা দফতরের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি ( No arsonist will be allowed to join armed forces says Lieutenant General Anil Puri) ৷ এদিন তিনি বলেন, " এই প্রকল্পের ফলে আগামী চার-পাঁচ বছরের মধ্যে সেনার গড় বয়স 32 থেকে 26 বছরে নেমে আসবে ৷ 50 থেকে 60 হাজার সেনা নিয়োগ হবে ৷ যা পরবর্তীকালে 90 হাজার থেকে 1 লাখ পর্যন্ত বৃদ্ধি পাবে ৷ এই প্রকল্পের মাধ্যমে নিয়োগ হওয়ার পর কোনও অগ্নিবীর দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করলে 1 কোটি টাকা আর্থিক সাহায্য পাবেন ৷ সিয়াচেন ও অন্যান্য এলাকার সৈন্যরা বর্তমানে যা পান 'অগ্নিবীর'রাও সেই একই ভাতা পাবেন ৷ চাকরির শর্তে তাঁদের প্রতি কোনও বৈষম্য থাকবে না ৷" সেনায় যোগদানে ইচ্ছুক যাঁরা বিক্ষোভের নামে এই উগ্র প্রতিবাদ জানাচ্ছেন ভবিষ্যতে পুলিশ ভেরিফিকেশনে তাঁদের ছাড়পত্র পেতে অসুবিধা হতে পারে বলেও এদিন মনে করিয়ে দিয়েছেন তিনি ৷

দেশজোড়া প্রতিবাদের মধ্যেও 'অগ্নিপথ' প্রকল্পকে যে কোনওভাবেই বাতিল করা হবে না তা এদিন বুঝিয়ে দেওয়া হয়েছে তিন বাহিনীর তরফে করা এই যৌথ সাংবাদিক বৈঠকে ৷ লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি এদিন বলেন, "প্রতি বছর প্রায় 17 হাজার 600 জন পদাতিক, নৌ ও বায়ু বাহিনী থেকে স্বেচ্ছাবসর নিচ্ছেন ৷ অবসর নেওয়ার পর কী করবেন, তা তাঁদের কেউ জিজ্ঞাসা করার চেষ্টা করেননি ৷ আমরা এই সংস্কারের মাধ্যমে সেনায় তারুণ্য এবং অভিজ্ঞতা আনতে চাই ৷"

আরও পড়ুন :Agnipath Scheme Protest : অগ্নিপথে অগ্নিগর্ভ দেশ ! বিক্ষোভ থামাতে সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে মৃত 1, আহত 15

বিক্ষুব্ধ যুবকদের প্রতিবাদ ও অগ্নিসংযোগের বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল বলেন, "ভারতীয় সেনাবাহিনীর ভিত্তি হল শৃঙ্খলা ৷ অগ্নিস্ংযোগ ও ভাঙচুরকারীদের কোনও স্থান নেই ৷ সেনায় ভর্তির সময় প্রত্যেককে একটি মুচলেকা দিতে হবে যে তাঁরা কোনও প্রতিবাদ বা ভাঙচুরের অংশ ছিলেন না ৷ পুলিশি ভেরিফিকেশনও হবে, সেই ছাড়পত্র ছাড়া আর কেউ যোগ দিতে পারবেন না ৷"

অন্যদিকে এয়ার মার্শাল এস কে ঝা-র কথায়, "ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীরদের প্রথম ব্যাচের রেজিস্ট্রেশন শুরু হবে 24 জুন ৷ যার প্রথম ধাপের অনলাইন পরীক্ষা শুরু হবে 24 জুলাই থেকে ৷ প্রথম ব্যাচ ডিসেম্বরের মধ্যে নথিভুক্ত করা হবে এবং 30 ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ শুরু হবে ৷"

আরও পড়ুন :Agnipath Scheme : সেনায় নিয়োগে 'অগ্নিপথ' স্কিমের ঘোষণা কেন্দ্রের, সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন

"এই বছরের 21 নভেম্বর থেকে প্রথম নৌবাহিনী 'অগ্নিবীর'রা ওড়িশার চিল্কায় প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইএনএসে পৌঁছতে শুরু করবে ৷ মহিলা ও পুরুষ উভয় অগ্নিবীর এর জন্য যোগ্য," বলছেন ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি ৷ লেফটেন্যান্ট জেনারেল বনসি পোনাপ্পা বলেন, "ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা 25 হাজার অগ্নিবীরদের প্রথম ব্যাচ পাব এবং দ্বিতীয় ব্যাচটি 2023 সালের ফেব্রুয়ারিতে অন্তর্ভুক্ত করা হবে যাতে সেই সংখ্যা বেড়ে 40 হাজার হবে ৷"

আরও পড়ুন :Agnipath Scheme: জনতার রায় নিয়েই প্রকল্প শুরু করতে পারত কেন্দ্র, অগ্নিপথ নিয়ে মিশ্র মত সেনার প্রাক্তনীদের

Last Updated : Jun 19, 2022, 6:17 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details