হায়দরাবাদ, 4 ডিসেম্বর: সাতারা (Satara) জেলার ম্যাজিস্ট্রেটের নির্দেশে হায়দারাবাদের নিজামের মহাবালেশ্বরের সম্পত্তি সিল করা হল । স্থানীয়
তহসিলদার সুষমা চৌধুরী পাটিলের নেতৃত্বে মূল বাংলো ও আশপাশের ভবনগুলো এদিন দখলে নেওয়া হয় । বর্তমান বাজারদর অনুযায়ী সম্পত্তির দাম প্রায় 250 কোটি টাকা বলে জানা গিয়েছে । প্রাক্তন মেয়র স্বপ্নালি শিন্ডে এবং তাঁর স্বামী প্রাক্তন কর্পোরেটর কুমার শিন্ডে বহু বছর ধরে মূল বাংলো সংলগ্ন স্টাফ কোয়ার্টারে থাকতেন । মহাবালেশ্বরের তহসিলদার, সুষমা চৌধুরী, যিনি শনিবার সকালে সেটলমেন্ট উডলন বাংলোতে যান এবং সেখানে শিন্ডে দম্পতিকে সরকারি পদক্ষেপ সম্পর্কে সমস্ত কাগজপত্র দেখান ও বাংলো ছেড়ে দিতে বলেন । নির্দেশ অনুযায়ী শনিবার সন্ধ্যা পর্যন্ত বাংলোটি খালি করে দেওয়া হয় । এরপর তহসিলদারের উপস্থিতিতে মূল বাংলোর সব কক্ষ, নিজামের স্টাফ কোয়ার্টারসহ দুটি গেট সিল করে দেওয়া হয় ।
জানা গিয়েছে, আয় নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই অভিযোগ উঠছিল ৷ গত 1 ডিসেম্বর এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় । আয়ের দখল নিয়ে এর আগেও দুই দলের মধ্যে একাধিকবার ঝগড়া হয় । এই বিষয়টি মাথায় রেখে সাতারের কালেক্টর রুচেশ জয়বংশী ডি (Ruchesh Jayavanshi d) 2 ডিসেম্বর মহাবালেশ্বরের তহসিলদার সুষমা চৌধুরীকে উডলনের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন । তবে শনিবার সমঝোতার অনুমোদন দেওয়া হয় ।
সম্পত্তির ইতিহাস কী?