পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nizam of Hyderabad Property: নিজামের 250 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত - নিজামের 250 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

সাতারা (Satara) জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে হায়দারাবাদের নিজামের মহাবালেশ্বরের সম্পত্তি সিল করা হল । বর্তমান বাজারদর অনুযায়ী সম্পত্তির দাম প্রায় 250 কোটি টাকা ৷

Nizam of Hyderabad Property
নিজামের 250 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

By

Published : Dec 4, 2022, 9:35 AM IST

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: সাতারা (Satara) জেলার ম্যাজিস্ট্রেটের নির্দেশে হায়দারাবাদের নিজামের মহাবালেশ্বরের সম্পত্তি সিল করা হল । স্থানীয়

তহসিলদার সুষমা চৌধুরী পাটিলের নেতৃত্বে মূল বাংলো ও আশপাশের ভবনগুলো এদিন দখলে নেওয়া হয় । বর্তমান বাজারদর অনুযায়ী সম্পত্তির দাম প্রায় 250 কোটি টাকা বলে জানা গিয়েছে । প্রাক্তন মেয়র স্বপ্নালি শিন্ডে এবং তাঁর স্বামী প্রাক্তন কর্পোরেটর কুমার শিন্ডে বহু বছর ধরে মূল বাংলো সংলগ্ন স্টাফ কোয়ার্টারে থাকতেন । মহাবালেশ্বরের তহসিলদার, সুষমা চৌধুরী, যিনি শনিবার সকালে সেটলমেন্ট উডলন বাংলোতে যান এবং সেখানে শিন্ডে দম্পতিকে সরকারি পদক্ষেপ সম্পর্কে সমস্ত কাগজপত্র দেখান ও বাংলো ছেড়ে দিতে বলেন । নির্দেশ অনুযায়ী শনিবার সন্ধ্যা পর্যন্ত বাংলোটি খালি করে দেওয়া হয় । এরপর তহসিলদারের উপস্থিতিতে মূল বাংলোর সব কক্ষ, নিজামের স্টাফ কোয়ার্টারসহ দুটি গেট সিল করে দেওয়া হয় ।

জানা গিয়েছে, আয় নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই অভিযোগ উঠছিল ৷ গত 1 ডিসেম্বর এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় । আয়ের দখল নিয়ে এর আগেও দুই দলের মধ্যে একাধিকবার ঝগড়া হয় । এই বিষয়টি মাথায় রেখে সাতারের কালেক্টর রুচেশ জয়বংশী ডি (Ruchesh Jayavanshi d) 2 ডিসেম্বর মহাবালেশ্বরের তহসিলদার সুষমা চৌধুরীকে উডলনের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন । তবে শনিবার সমঝোতার অনুমোদন দেওয়া হয় ।

সম্পত্তির ইতিহাস কী?

সেসময় ব্রিটিশরা পার্সি আইনজীবীদের এই জমি লিজ দিয়েছিল। 1952 সালে স্বাধীনতার পর, এই প্লটটি হায়দরাবাদের নবাব মিরসাব উসমান আলী খান বাহাদুর নবাবকে দেওয়া হয়েছিল । নবাবের আয়কর বকেয়া ছিল 59 লক্ষ 47 হাজার টাকা । এই আয়কর পুনরুদ্ধারের জন্য কর পুনরুদ্ধার অফিসার কোলহাপুরের চিঠি অনুসারে বকেয়া আয় কার্ডে নথিভুক্ত করা হয়েছিল । তা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত, আয় বিক্রি করা, বন্ধক রাখা এবং যে কোনও উপায়ে তা মোকাবিলা করা নিষিদ্ধ ছিল।

2016 থেকে আয়ের বিরোধ

নবাব মীর বরকত আলী খান বাহাদুরকে হায়দরাবাদের নবাবের উত্তরাধিকারী হিসাবে নামকরণ করা হয়েছিল । 2003 সালে জেলা কালেক্টরের আদেশ অনুসারে, সমস্ত ইজারাদারদের নাম বাদ দিয়ে এই আয় সরকারের কাছে জমা করা হয় । পরে জেলা কালেক্টরের দেওয়া আদেশ প্রত্যাহার করা হয় এবং 2005 সালে আগের পরিস্থিতি ফিরে আসে । 2016 সালে, আয় হস্তান্তর হয়েছিল এবং আয়ের উপর পরিচালক হারবাল হোটেল প্রা. লিমিটেড (Herbal Hotel Pvt. Ltd) দিলীপ ঠক্করের নাম উঠে আসে । তখন থেকে এই আয় ঠক্কর ও নবাবের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে । এছাড়াও বারবার আয় বাজেয়াপ্ত করার চেষ্টা করা হয়েছে । অবশেষে শনিবার কালেক্টরের নির্দেশে হায়দরাবাদের নিজামের এই আয়ে সিলমোহর দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:আইনি লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে নিজামের অর্থ আদায় করল ভারত

ABOUT THE AUTHOR

...view details