তিরুবনন্তপুরম, 13 সেপ্টেম্বর: কেরলে যাচ্ছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি)-র প্রতিনিধি দল ৷ নিপা ভাইরাসের পরীক্ষা করার জন্য তারা কোঝিকোড় মেডিক্যাল কলেজে একটি মোবাইল ল্যাব স্থাপন করবে ৷ পাশাপাশি বাদুড়ে উপরও সমীক্ষা চালানো হবে ৷ কেরলে চারজনের মধ্যে নিপা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ার পরই রাজ্য সরকার এই পদক্ষেপ করেছে বলে বুধবার বিধানসভায় জানানো হয়েছে ৷
বিধানসভায় নিপা ভাইরাসের সংক্রমণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন যে, কেরলে দেখা গিয়েছে ভাইরাসের স্ট্রেনটি বাংলাদেশের ভ্যারিয়েন্ট, যা মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে এবং এর উচ্চ মৃত্যুর হার রয়েছে ৷ জর্জ আরও বলেন যে, এনআইভি, পুনের দল ছাড়াও একটি সমীক্ষা চালাতে চেন্নাই থেকে মহামারী বিশেষজ্ঞদের একটি দল আজ কেরলে পৌঁছবে ।
মন্ত্রী বিধানসভা কক্ষে আরও জানান যে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) নিপায় আক্রান্ত রোগীদের চিকিত্সার জন্য প্রয়োজনীয় মনোক্লোনাল অ্যান্টিবডিগুলি দিতে সম্মত হয়েছে ৷ মন্ত্রী প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সিপিআই বিধায়ক পি বালাচন্দ্রণের একটি প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, নিপা ভাইরাসের মোকাবিলায় সরকার বেশ কয়েকটি পদক্ষেপ করেছে ৷ কোঝিকোড়ে নিপার কারণে দু'জনের মৃত্যু হয়েছে ৷ সংক্রামিত হয়েছেন আরও দু'জন ৷