পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shivaji on Indian rupee: 200 টাকার নোটে শিবাজি মহারাজের ছবি ! - নীতীশ রাণে

ভারতীয় মুদ্রার নোটে দেবী লক্ষ্মী এবং গণেশের ছবি মুদ্রণের কথা বলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এ বার বিজেপি নেতা নীতীশ রাণের (Nitish Rane) পরামর্শ, নোটে থাকুক শিবাজি মহারাজের ছবি (Shivaji Maharaj on Indian rupee)৷

Nitish Rane suggests to print Shivaji Maharaj image on Indian rupee
200 টাকার নোটে শিবাজি মহারাজের ছবি !

By

Published : Oct 27, 2022, 10:19 AM IST

নয়াদিল্লি, 27 অক্টোবর: নতুন ভারতীয় মুদ্রার নোটে দেবী লক্ষ্মী এবং গণেশের ছবি মুদ্রণের জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই এই বিষয়ে নয়া ভাবনা নিয়ে আসরে নেমে পড়ল বিজেপি ৷ মহারাষ্ট্র বিজেপি নেতা নীতীশ রাণে (Nitish Rane) বুধবার পরামর্শ দিয়েছেন যে, নোটগুলিতে ছত্রপতি শিবাজি মহারাজের (Shivaji on Indian rupee) ছবি দিয়ে ছাপানো উচিত । ফটোশপের মাধ্যমে ভারতীয় নোটে শিবাজির (Shivaji Maharaj on Indian rupee) ছবি বসিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি ৷

বুধবার অরবিন্দ কেজরিওয়াল একটি সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতীয় নোটে লক্ষ্মী এবং গণেশের ছবি অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করার জন্য আবেদন করেছিলেন ৷ এর ফলে সবাই হিন্দু দেবতাদের আশীর্বাদ অর্জন করবেন এবং অর্থনীতি শক্তিশালী হবে বলে দাবি করেছিলেন তিনি । ইন্দোনেশিয়া যদি পারে, ভারতও তা করতে পারে বলে দাবি করেন কেজরিওয়াল ।

এই মন্তব্যের সমালোচনা করে বিজেপি নেতা সম্বিত পাত্র কেজরিওয়ালকে একহাত নেন ৷ তিনি বলেন, "কাশ্মীরি পণ্ডিতদের দিল্লিতে চাকরি দিতে যিনি আপত্তি জানিয়েছিলেন, যিনি কাশ্মীরি পণ্ডিতদের দেখে হেসেছিলেন সেই অরবিন্দ কেজরিওয়াল আজ আচমকা হিন্দু হওয়ার চেষ্টা করছেন ৷ এটা ইউ-টার্নের পরাকাষ্ঠা ৷" আম আদমি পার্টির (এমপি) সঞ্জয় সিং কেজরিওয়ালের পক্ষে সওয়াল করে বলেছেন, কেন্দ্রীয় সরকার সাভারকারের ছবি-সহ ভারতীয় মুদ্রার নোট ছাপতে চলেছে । তিনি টুইট করেন, "এঁরা ভগবান গণেশ লক্ষ্মীর বিরোধিতা করছেন, কারণ আমরা জানতে পেরেছি যে মোদি সরকার সাভারকারের ছবি লাগাতে চলেছে ।"

আরও পড়ুন:ভারতীয় নোটে লক্ষ্মী, গণেশের ছবি ছাপান ! কেন্দ্রকে পরামর্শ কেজরিওয়ালের

এরই মধ্যে নয়া এক ভাবনা নিয়ে আবির্ভূত হয়েছেন মহারাষ্ট্র বিজেপির নেতা নীতীশ রাণে ৷ তিনি শিবাজির ছবি দেওয়া একটি 200 টাকার ভারতীয় নোটের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, "এটাই পারফেক্ট !" তাঁর এই টুইটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ কয়েকজন এই পরামর্শকে ভালো ভাবে দেখলেও অনেকে আবার এর সমালোচনা করেছেন ৷ একজন টুইটার ইউজার আবার একই ধরনের একটি ছবি, যেখানে বিআর আম্বেদকরের ছবি রয়েছে, তা পোস্ট করায় সেই নিয়েও নতুন করে শোরগোল শুরু হয়েছে ৷ নেট নাগরিকরা তুল্যমূল্য বিচারে বসেছেন, কোন নেতার ছবি রাখা সমীচিন হবে ৷ সেই নেতাদের পরামর্শের তালিকায় রয়েছেন সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং ও মহারাণা প্রতাপ ৷ কয়েকজন আবার লিখেছেন, প্রত্যেক ধর্মের ঈশ্বর পৃথক ৷ আর নোট ব্যবহার করেন সব ধর্মের মানুষ ৷ ফলে ভারতীয় মুদ্রার নোটে ঈশ্বরের ছবি রাখাটা কখনওই যুক্তিযুক্ত নয় ৷

ABOUT THE AUTHOR

...view details