পটনা, 15 জানুয়ারি :রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি হচ্ছে, সাংবাদিকদের কাছে এই প্রশ্ন শুনে মেজাজ হারালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ শুক্রবার ঘটনাটি ঘটে পটনায়৷ সেখানে একটি অনুষ্ঠানের উদ্বোধনে হাজির হয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী৷
পটনায় ইন্ডিগোর এয়ারপোর্ট ম্যানেজারকে খুন করার অভিযোগ উঠেছে৷ যা নিয়ে ওই রাজ্যে হইচই শুরু হয়েছে৷ নীতিশের বিরোধীদের অভিযোগ যে ওই রাজ্য়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার জন্যই এই ধরনের খুনের ঘটনা ঘটছে৷ এদিন সেই প্রশ্নই নীতীশের সামনে করা হয়েছিল৷ কিন্তু উত্তর দেওয়ার বদলে তিনি পালটা প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকদের উদ্দেশ্যে৷ তিনি জানতে চান যে ওই সাংবাদিক কি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন?