পটনা, 19 অক্টোবর:বেশ কিছুদিন ধরেই বিজেপির তাবড় নেতারা ক্রমাগত দাবি করে আসছেন যে খুব শীঘ্রই নীতীশ কুমার শিবির পরিবর্তন করতে চলেছেন। বিজেপির সঙ্গে তাঁর যোগাযোগ নিয়েও জল্পনা তুঙ্গে। এর মাঝেই মহাত্মা গান্ধি কেন্দ্রীয় বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তন অনুষ্ঠানে নীতীশ কুমারের বক্তব্য বিহারের রাজনীতিতে ফের একবার আলোড়ন তৈরি করেছে। মতিহারিতে মহাত্মা গান্ধি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রসংশা শোনা গেল বিহারের মুখ্যমন্ত্রীর গলায়।
বিশ্ববিদ্য়ালের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতীশ কুমার বলেন, "2007 সালে কেন্দ্রীয় সরকার অনেক রাজ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল এবং জমি দেওয়ার বিষয়েও কথা হয়েছিল। 2009 সালে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ করে। নরেন্দ্র মোদি বিহারকেও কেন্দ্রীয় বিশ্ববিদ্য়ালয় দেওয়ার কথা জানিয়েছিলেন ৷ তিনি তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছেন। এর জন্য আমি আপনাকে (মোদি) ধন্যবাদ জানাই।"
বিহারের মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমরা যতদিন বেঁচে থাকব ততদিন সম্মান করব। আমরা বলেছিলাম চম্পারণে এই বিশ্ববিদ্যালয় তৈরি করতে। মহাত্মা গান্ধি এখানে এসেছিলেন শুধু নয়, তিনি এখান থেকে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বড় ভূমিকাও নিয়েছিলেন ৷ 2014 সালে অনুমোদন দেওয়া হয়েছিল এই বিশ্ববিদ্য়ালয়ের ৷ 2016 থেকে এখানে কাজ শুরু হয়। আমি খুব খুশি।"