পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nitish Targets Amit: বিহারের হিংসার পিছনে ছিল 'শাহী' ষড়যন্ত্র, দাবি নীতীশের - অমিত শাহ

রামনবমীর মিছিলের পর, সাসারাম এবং নালন্দায় যে হিংসা ছড়িয়ে পড়েছিল তা নিয়ে বিহারে অভিযোগ ও পালটা অভিযোগ অব্যাহত রয়েছে । বিজেপি যেখানে সরকারকে ব্যর্থ বলছে, সেখানে শাসক দল বিরোধীদের দায়ী করছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷

Nitish Kumar ETV Bharat
নীতীশ কুমার

By

Published : Apr 5, 2023, 3:26 PM IST

Updated : Apr 5, 2023, 6:03 PM IST

পটনা, 5 এপ্রিল:বিহারে সাম্প্রতিক হিংসার ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুললেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ তাঁর অভিযোগ, ওই ঘটনার পেছনে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ষড়যন্ত্র ৷ যারা হিংসার ঘটনা ঘটিয়েছে, তারা কেউ রেহাই পাবে না বলে জানিয়ে দেন নীতীশ ৷ পাশাপাশি রাজ্যের জনগণকে একসঙ্গে থাকার ও সাম্প্রদায়িক হিংসার ঘটনা এড়িয়ে চলার বার্তা দিয়েছেন তিনি ৷

বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিজেপিকে কটাক্ষ করে বলেন যে, যেখানে তাঁর (অমিত শাহ) যাওয়ার কথা ছিল, সেখানে (সাসারাম) ইচ্ছাকৃতভাবে হিংসার ঘটনা ঘটানো হয় । অন্যদিকে, বিহারশরিফে কেন হিংসা সৃষ্টির চেষ্টা হয়েছিল, সেটা সবাই বুঝতে পারছে ৷ কিন্তু সরকার, প্রশাসন ও সবার প্রচেষ্টায় এখন বিষয়টি শান্ত হয়েছে । নীতীশের আবেদন, "আমি জনগণকে একসঙ্গে থাকার এবং সাম্প্রদায়িক হিংসা এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি ।"

নীতীশ এ দিন আরও বলেন, "দুজন লোক আছেন, বুঝে নিন । একজন শাসন করছেন আর অন্যজন তাঁর সঙ্গে আছেন, তিনি শাসকের এজেন্ট । তাঁরা এখানে-ওখানে একসঙ্গেই থাকছেন । শুধু এই দেশের সংবিধানের দিকে তাকান ৷ রাজ্যে কিছু ঘটলে কি শুধু রাজ্যপালের সঙ্গে কথা বলা হয় ? নাকি সেখানকার রাজ্য সরকারের সঙ্গে কথা বলা হয় ৷ এ বার আপনারাই বুঝুন ৷

মোদি-শাহকে নিয়ে নীতীশের কটাক্ষ: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করে নীতীশ কুমার আজ বলেন, কোথাও কোনও কাজ হচ্ছে না । এই লোকেরা শুধু প্রচার চালিয়ে যাচ্ছেন । তাঁরা দেশের সব প্রতিষ্ঠান দখল করে এখানে-সেখানে করছেন । নীতীশের অভিযোগ, "আমরা এত কাজ করি কিন্তু তা নিয়ে কোথাও আলোচনা হয় না ।"

বিজেপি নেতাদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন যে, যাঁরা তাঁর বিরুদ্ধে এত কথা বলেন, তাঁরা কত দিন ধরে রাজনীতি করেছেন । শ্রদ্ধেয় অটল বিহারি বাজপেয়ীর সময়ে যে দলটি ছিল, সেই দল খুব ভালো কাজ করলেও আজ সেই দল কোনও কাজ করে না বলে কটাক্ষ করেন নীতীশ ৷

স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর জবাব: বিহারের মুখ্যমন্ত্রী অমিত শাহের বক্তব্যেরও পালটা জবাব দিয়েছেন নীতীশ কুমার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে, বিজেপি সরকার গঠিত হলে সাম্প্রদায়িক হিংসা যারা বাধাচ্ছে তাদের উলটো করে ঝুলিয়ে দেওয়া হবে । এর জবাব দিয়ে নীতীশ বললেন, "আমার চোখ সর্বত্র । এটা ভুলে যাওয়া উচিত নয় যে 2017 সালে আমি যখন মহাজোট ছেড়ে বিজেপির সঙ্গে গিয়েছিলাম, তখন একজন বড় নেতার (অশ্বিনী চৌবে) ছেলে (অর্জিত শাশ্বত) গ্রেফতার হয়েছিলেন । আমি সকলকে সতর্ক করতে চাই এই ধরনের লোকদের থেকে সাবধান থাকুন । বিহার কখনও সাম্প্রদায়িক হিংসা দেখেনি । এখানকার মানুষ শান্তিতে বসবাস করছে ।"

আরও পড়ুন:শান্তির পথে বিহার, খুলল স্কুল-কলেজ

Last Updated : Apr 5, 2023, 6:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details