পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nitish Kumar: এক মাসের ব্যবধানে ফের রাহুল-খাড়গের সঙ্গে বৈঠকে নীতীশ - এদিনের বৈঠকে ছিলেন না তেজস্বী যাদব

রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পর ফের রাহুল এবং খাড়গের সঙ্গে আলোচনায় বসলেন নীতীশ কুমার ৷ যদিও এদিনের বৈঠকে ছিলেন না তেজস্বী যাদব ৷

Etv Bharat
নীতীশ কুমার, রাহুল গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গে

By

Published : May 22, 2023, 10:22 PM IST

নয়াদিল্লি, 22 মে:এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার রাহুল গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ লোকসভা ভোটের আগে অ-বিজেপি জোটের রণকৌশল ঠিক করার পাশাপাশি নীতীশ কুমার কী এবার দ্বৈত ভূমিকায় থাকছেন? রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিজেপির পাশাপাশি কংগ্রেসের সঙ্গেও সমদূরত্ব বজায় রেখে চলছে তৃণমূল, আপ, বিজেডির মতো দল ৷ তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি কংগ্রেসের সঙ্গেও আলাপচারিতা চালিয়ে যাচ্ছেন নীতীশ কুমার ৷ যার জেরে অনেকেই মনে করছেন, চব্বিশের ভোটের আগে কোনওভাবেই অ-বিজেপি সার্বিক জোট ভেস্তে দিতে রাজি নন নীতীশ ৷

2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠনের প্রচেষ্টার অংশ হিসাবে রাজধানীতে এসে রবিবারই আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছিলেন নীতীশ কুমার ৷ এরপর সোমবার ফের একবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধির সঙ্গেও দেখা করেন তিনি। এদিন খাড়গের বাসভবনেই বৈঠক হয়। যদিও বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এদিনের এই বৈঠকে নীতীশ কুমারের সঙ্গে ছিলেন না ৷ সূত্রের খবর, স্বাস্থ্যের কারণেই তিনি কংগ্রেস সভাপতির বাসভবনে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না ৷

নীতীশ কুমার এবং তেজস্বী যাদব রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও দেখা করেছিলেন ৷ সেখানে একদিকে দিল্লি সরকারের ক্ষমতা খর্ব করতে কেন্দ্রের অধ্যাদেশ আনার বিরুদ্ধে আপকে সমর্থন করেছিলেন নীতীশ কুমার ৷ তেমনই অন্যদিকে, জাতীয় রাজনীতির ক্ষেত্রে অ-বিজেপি তৃতীয় ফ্রন্ট গঠনের বিষয়টি নিয়েও আলোচনা হয় তাঁদের মধ্যে৷ কেজরিওয়ালের অভিযোগ, কেন্দ্র কোনওভাবেই লাগাম হস্তান্তর করতে রাজি নয় ৷ সুপ্রিম কোর্টের রায়কে পর্যন্ত মানছে না কেন্দ্র, এমনটাই অভিযোগ কেজরিওয়ালের ৷ নীতীশ কুমার কেন্দ্রের নিন্দা করে প্রশ্ন তোলেন, "নির্বাচিত সরকারকে দেওয়া ক্ষমতা কীভাবে কেড়ে নেওয়া যায়?" এর সঙ্গেই তিনি বলেন, "এটি সংবিধানের বিরুদ্ধে । আমরা অরবিন্দ কেজরিওয়ালের পাশে আছি ।" বিহারের মুখ্যমন্ত্রী জানান, ভবিষ্যতে তাঁরা ফের বৈঠক করবেন । তিনি বলেন, "আমরা দেশের সব বিরোধী দলকে একত্রিত করার চেষ্টা করছি ।"

আরও পড়ুন: টাটার সঙ্গে হাত মিলিয়ে এসএসকেএমে তৈরি হচ্ছে ক্যানসার কেয়ার হাব

ABOUT THE AUTHOR

...view details