দিল্লি, 11 ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ বৃহস্পতিবার তিনি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ তার পর কেন্দ্রের তরফে পাস করানো কৃষি আইনের সমর্থনে সরব হন তিনি৷ নীতীশ কুমার জানান, এই আইন কৃষকদের ভালো করার জন্যই আনা হয়েছে৷ এই আইন কৃষকদের বিরুদ্ধে নয়৷ আর তাঁর দল এই ইশুতে সরকারের পাশেই রয়েছে বলে তিনি জানিয়েছেন৷ কেন্দ্রীয় সরকার যে কৃষকদের সঙ্গে আলোচনার পথ নিয়েছে, সেটাকেও সঠিক বলে ব্যাখ্যা করেছেন তিনি৷ তাঁর আশা, শীঘ্রই এই সমস্যার সমধান হবে৷
এদিকে এদিন তিনি কথা বলেছেন বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও৷ ওই রাজ্যে তাঁর বিরোধী আরজেডি একাধিকবার দাবি করেছে যে এবার নীতীশ কুমারের সরকার পুরো মেয়াদ ক্ষমতায় থাকতে পারবে না৷ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী৷ তাঁর দাবি, কয়েকজন নেতা বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা শুধু প্রচার পাওয়ার জন্য এই সব বলছেন৷