পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

16 নভেম্বর শপথ নিতে পারেন নীতীশ কুমার - বিহার নির্বাচন

দীপাবলির পর 16 নভেম্বর শপথ নিতে পারেন নীতীশ কুমার । এমনটাই খবর সংবাদসংস্থা সূত্রে ।

Nitish Kumar To Take Oath
Nitish Kumar To Take Oath

By

Published : Nov 12, 2020, 12:23 PM IST

পটনা, 12 নভেম্বর : সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত নীতীশ কুমার । জানা গিয়েছে, দীপাবলির পর 16 নভেম্বর শপথ নিতে পারেন তিনি । তবে বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সংবাদসংস্থা সূত্রে খবর ।

এই নিয়ে চতুর্থবার পূর্ণ মেয়াদের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার । 243টি বিধানসভা আসনের মধ্যে 125টি পেয়ে ক্ষমতায় এসেছে NDA । তবে গতবারের তুলনায় খারাপ ফল করেছে JD(U) । তারা পেয়েছে মাত্র 43টি আসন ৷ BJP একাই জয়ী হয়েছে 74টি আসনে ৷ যদিও নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে জানিয়ে দেয় BJP । কারণ এটাই তাদের প্রতিশ্রুতি ছিল বলে গতকাল জানিয়েছিলেন সুশীল মোদি ।

ইতিমধ্যেই মন্ত্রিসভা গঠন নিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন BJP ও JD(U)-র শীর্ষ নেতারা । সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, বিহারে সরকার গঠনের বিষয়ে শীঘ্রই বৈঠক করতে চলেছেন তাঁরা । বৈঠকের দিনক্ষণ অবশ্য এখনও চূড়ান্ত হয়নি । নীতীশ কুমারের নেতৃত্বে সরকার গঠনের দাবি নিয়ে কবে রাজ্যপালের কাছে যাবেন তাঁরা তাও স্থির করতে আলোচনা করছেন দুই দলের নেতারা ।

ABOUT THE AUTHOR

...view details