নয়াদিল্লি, 9 নভেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসায় কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ৷ 1991 সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন মনমোহন সিং যে আর্থিক সংস্কার শুরু করেছিলেন তা ভারতের স্বাধীন অর্থ ব্যবস্থা গড় তুলতে নতুন দিশা দেখিয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী (Nitin Gadkari Praises Manmohan Singh for Economic Reforms) ৷ এখানেই থামেননি গড়করি ৷ মনমোহন সিংয়ের যে অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন, তার সমর্থনে নীতিন গড়করি বলেন, ‘‘দেশ আজীবন প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে এর জন্য ঋণী থাকবে ৷’’
‘ট্যাক্স ইন্ডিয়া অনলাইনে’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের স্বাধীন অর্থ ব্যবস্থা নিয়ে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী ৷ সেখানে তিনি বলেন, ‘‘ভারতের একটা স্বাধীন আর্থিক নীতি প্রয়োজন ৷ যার উদ্দেশ্য হবে ওই নীতির সুফল গরীব মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া ৷ যার সুবিধা কৃষক এবং অন্যান্য গরীব মানুষও পাবেন ৷’’ কেন্দ্রীয় মন্ত্রী সেই সময়ের কথা স্মরণ করিয়ে বলেন, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রী সেই সময় যে আর্থিক সংস্কার শুরু করেছিলেন ৷ তখন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হিসাবে আমি মহারাষ্ট্রে রাস্তা তৈরির জন্য অর্থসংগ্রহ করতে পারতাম ৷’’