ইন্দোর (মধ্যপ্রদেশ), 18 সেপ্টেম্বর : তিনি কোনও ইউটিউবার নন ৷ তিনি কেন্দ্রীয় মন্ত্রী ৷ প্রশাসনিক কাজকর্মের চাপে সময় বের করাই দায় ৷ তা সত্ত্বেও ইউটিউব থেকে প্রতি মাসে মোটা অর্থ উপার্জন করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) ৷ অর্থের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে ৷ কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী জানিয়েছেন, ইউটিউবে তাঁর বক্তৃতা এতটাই জনপ্রিয় হয়েছে যে রয়্যালটি বাদ প্রতি মাসে 4 লাখ টাকা আয় করেন তিনি (Nitin Gadkari earns 4 lakh from Youtube) ৷এর জন্য মজার ছলে করোনা অতিমারীকে ধন্যবাদও জানিয়েছেন ৷
শুক্রবার মধ্যপ্রদেশের ইন্দোরে 9 হাজার 577 কোটি টাকার প্রকল্পে অন্তর্ভূন্ত 34টি রাস্তার সূচনা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি ৷ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্যানডেমিক চলাকালীন নিজের অভিজ্ঞতার কথা বলেছেন । কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, প্যানডেমিকের মধ্যে তিনি বেশ খানিকটা সময় অনলাইনে বক্তৃতা দেওয়ার কাজে লাগিয়েছেন ৷ তার জন্য ইউটিউবের তরফে রয়্যালটি হিসাবে তাঁকে মাসে 4 লাখ টাকা করে দেওয়া হচ্ছে ৷ তাঁর এই দাবি রীতিমতো চমকে দেওয়ার মতো ৷ আয়ের নিরিখে পেশাদার ইউটিউবারদের টেক্কা দিচ্ছেন এই কেন্দ্রীয় মন্ত্রী ৷