নয়াদিল্লি, 7 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ বসেছে নীতি আয়োগের সপ্তম গভর্নিং কাউন্সিলের বৈঠক (Niti Aayog Meet)৷ 2019 সালের জুলাই মাসের পর এই প্রথম সশরীরে উপস্থিত থেকে বসেছে কাউন্সিলের বৈঠক ৷ বৈঠকে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান-সহ অন্যান্যরা ৷
তবে এই বৈঠকে যোগ দিচ্ছেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)৷ নীতি আয়োগের এই বৈঠক বয়কটের কথা আগেই ঘোষণা করেছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ রাজ্যের প্রতি কেন্দ্রের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কেসিআর (KCR Boycotts Niti Aayog meet)৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ বিষয়ে কড়া ভাষায় একটি চিঠিও লিখেছেন তিনি ৷ তবে তাঁর এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে নীতি আয়োগ ৷ তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, "7 অগস্ট নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক ৷"