মুম্বই, 28 অগস্ট:মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বোর্ড থেকে সরে দাঁড়ালেন তাঁর স্ত্রী নীতা আম্বানি ৷ তাঁর জায়গায় বোর্ডের সদস্য হিসেবে জায়গা পেয়েছেন মুকেশ-নীতার তিন পুত্র-কন্যা ৷ সোমবার সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, রিলায়েন্সের বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন নীতা, তবে তিনি রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন পদে বহাল থাকছেন ৷ একই সঙ্গে জানা গিয়েছে, বোর্ডে আসছেন আম্বানি দম্পতির তিন পুত্র-কন্যা ইশা আম্বানি, আকাশ আম্বানি ও অনন্ত আম্বানি ৷ নন-এক্সিকিউটিভ ডিরেক্টরস হিসেবে তাঁরা সংস্থার বোর্ডে জায়গা পেতে চলেছেন ৷
মনে করা হচ্ছে, বিবিধ ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের বৃহত্তম শিল্প সংস্থা হিসেবে রিলায়েন্সকে প্রতিষ্ঠা করার যে লক্ষ্যমাত্রা মুকেশ আম্বানি নিয়েছেন তা দ্রুত বাস্তবায়িত করার লক্ষ্যেই সংস্থার বোর্ডে তাঁর তিন ছেলেমেয়েকে নিয়ে এলেন তিনি ৷ সোমবার মুম্বইয়ে সংস্থার বোর্ড মিটিংয়ে বিষয়টি চূড়ান্ত হয়েছে ৷
জানা গিয়েছে, রিলায়েন্সের বোর্ড অফ ডিরেক্টর্সে নীতা আম্বানর ইস্তফা গৃহীত হয়েছে ৷ সংস্থার দাবি, রিলায়েন্স ফাউন্ডেশনের দিকেই এবার সম্পূর্ণ মনযোগ দিতে চান নীতা, লক্ষ্য দেশের সামাজিক ক্ষেত্রে তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আরও ভালো কাজ করার ৷ তবে রিলায়েন্সের বোর্ড থেকে সরে গেলেও, আমন্ত্রিত সদস্য হিসেবে থাকছেন নীতা, সংস্থার বৈঠকেও যোগ দিতে পারবেন তিনি ৷
আরও পড়ুন: আদানি নিয়ে 24টির মধ্যে 22টির তদন্ত শেষ, সুপ্রিম কোর্টে জানাল সেবি
গত কয়েকবছর ধরেই রিলায়েন্সের ব্যবসা সম্প্রসারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছেলেমেয়েদের পরামর্শকে গুরুত্ব দিচ্ছেন মুকেশ আম্বানী ৷ সংস্থার রিটেল, ডিজিটাল ও শক্তিক্ষেত্রে ব্যবসার সঙ্গে আগে থাকেই যুক্ত রয়েছেন ইশা, আকাশ ও অনন্ত আম্বানি ৷ এবার সরাসরি তাঁদের নিয়ে আসা হল সংস্থার নীতি নির্ধারক সর্বোচ্চ বোর্ড কমিটিতে ৷ বর্তমানে, দেশের সর্বোচ্চ লাভজনক বেসরকারি সংস্থা রিলায়েন্স ৷ সংস্থার বার্ষিক আয়ের পরিমাণ বার্ষিক 9 লক্ষ 74 হাজার 864 কোটি ছাড়িয়েছে ৷ (তথ্যসূত্র-এএনআই)