নয়াদিল্লি, 27 অক্টোবর: আগামী 31 অক্টোবর ঘুষের বদলে প্রশ্ন মামলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে তলব করেছিল লোকসভার এথিক্স কমিটি ৷ কিন্তু এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকারকে চিঠি লিখে মহুয়া জানিয়েছেন যে ওই দিন তিনি উপস্থিত থাকতে পারবেন না ৷ যদিও সেই চিঠি লিখতে গিয়ে এক জায়গায় ‘ভুল’ করে ফেলেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ আর তা সামনে আসতেই কটাক্ষ ধেয়ে এল বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের কাছ থেকে ৷
মহুয়া মৈত্র লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যানকে দু’পাতার চিঠি লিখেছেন ৷ সেই চিঠির প্রথম পাতার তিন নম্বর পয়েন্টে দু’জন অভিযোগকারীর নাম লিখেছেন ৷ প্রথম জনের নাম হিসেবে তিনি লিখেছেন মিস্টার দুবাই ৷ আর দ্বিতীয় জনের নাম হিসেবে তিনি লিখেছেন মিস্টার দেহদ্রাই ৷
উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ প্রথম শোনা যায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মুখে৷ আইনজীবী জয় আনন্দ দেহদ্রাইয়ের কাছ থেকে এই বিষয়ে তিনি তথ্য পেয়েছেন বলেও জানান নিশিকান্ত ৷ তিনিই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে এই নিয়ে চিঠি লেখেন ৷ সেই চিঠির ভিত্তিতেই বিষয়টি চলে যায় লোকসভার এথিক্স কমিটির কাছে ৷
স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে অভিযোগকারী বলতে মহুয়া চিঠিতে নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় আনন্দ দেহদ্রাইকে বোঝাতে চেয়েছেন ৷ কিন্তু নিশিকান্তের পদবী দুবে থেকে বদলে দিয়ে দুবাই করে দিয়েছেন ৷ মহুয়া নিজেই চিঠিটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ৷ ফলে তাঁর চিঠিতে থাকা ‘ভুল’ সহজেই প্রকাশ্য়ে চলে আসে ৷