পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nishikant Slams Mahua : মহুয়ার আচরণে দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে, কড়া আক্রমণ নিশিকান্তের - undefined

অতীতেও একাধিকবার নিশিকান্ত দুবে এবং মহুয়া মৈত্রের মধ্যে তুমুল তরজা হয়েছে ৷ বিভিন্ন সময়ে তা বড় আকারও নিয়েছে। এবার মহুয়ার আচরণে দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে বলে অভিযোগ করলেন নিশিকান্ত।

Nishikant Dubey challenges Mahua Moitra to prove her innocence
নিশিকান্ত দুবে বনাম মহুয়া মৈত্র

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 12:45 PM IST

Updated : Oct 25, 2023, 1:00 PM IST

নয়াদিল্লি, 25 অক্টোবর:নিশিকান্ত দুবে বনাম মহুয়া মৈত্র ৷ লোকসভার দুই সাংসদের তরজা আরও বড় আকার নিল ৷ অর্থের বিনিময়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ উঠেছে মহুয়ার বিরুদ্ধে ৷ এই নিয়ে গত কয়েক দিন ধরেই তোলপাড় রাজনৈতিক মহল ৷ এরই মধ্যে মঙ্গলবার মহুয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন নিশিকান্ত ৷ পালটা জবাব দিয়েছেন মহুয়াও ৷ বুধবার আরও একবার জবাব দিলেন বিজেপি সাংসদ ৷ সরাসরি বলে দিলেন, মহুয়ার আচরণে প্রশ্নের মুখে পড়েছে সংসদের গরিমা এবং দেশের নিরাপত্তা।

সোশাল মিডিয়ায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে লক্ষ্য করে গোড্ডার সাংসদের দাবি, মহুয়া যা করেছেন তাতে সংসদের গরিমা নষ্ট হয়েছে। দেশের নিরাপত্তাও পড়েছ প্রশ্নের মুখে। তিনি সাংসদ হিসেবে যে মেইল ব্যবহার করার সুযোগ পান সেটা অন্য কাউকে দিয়েছেন কিনা বা টাকার বিনিময়ে আদানিদের বিরুদ্ধে প্রশ্ন করেছেন কিনা সেটাই মূল প্রশ্ন। বিদেশ সফরে যাওয়ার আগে লোকসভার স্পিকার বা বিদেশ মন্ত্রকের অনুমতি মহুয়া নেন কিনা সেটাও জানতে চেয়েছেন নিশিকান্ত। তাঁর কটাক্ষ, "এখন প্রশ্নটা আদানির বা আমার শিক্ষাগত যোগ্যতার নয়। আপনি দেশকে বিভ্রান্ত করে দুর্নীতি করেছেন কিনা সেটাই মূল প্রশ্ন।"

আরও পড়ুন:'মহুয়া ষড়যন্ত্রের শিকার', দলীয় সাংসদের পাশে দাঁড়ালেন ফিরহাদ

ন্যাশনাল ইনফরমেট্রিক্স সেন্টার বা এনআইসি-র মেইল ব্যবহার করে সাংসদরা নিজেদের কাজ করে থাকেন। সাংসদ ছাড়া অন্য কারও এই মেইল ব্যবহার করার কথা নয়। এক্ষেত্রে অভিযোগ, মহুয়া অন্য কাউকে এই মেইল ব্যবহার করতে দিয়েছিলেন। দুবাই থেকে ওই আইডি দিয়ে লগইন পর্যন্ত করা হয়েছে ৷ তা নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণ করেন নিশিকান্ত। মন্ত্রী তদন্তেরও আশ্বাস দেন। এমনই আবহে নিশিকান্তর ডিগ্রি জাল বলে দাবি করেন মহুয়া। আদানির সঙ্গে এক আসনে বসিয়ে বিজেপি সাংসদকে আক্রমণ করেন মহুয়া। বুধবার সকালে তারই পালটা দিলেন নিশিকান্ত।

মঙ্গলবার সন্ধ্যায় নিশিকান্তের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া ৷ পাশাপাশি বিজেপিকেও কড়া আক্রমণ করেন কৃষ্ণনগরের সাংসদ। তিনি জানান, নিশিকান্ত এনআইসি নিয়ে অভিযোগ করায় কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী তদন্তের আশ্বস দিয়েছেন। অথচ মাত্র দু'দিন আগে শিক্ষায় ডিগ্রি জাল করা এক ব্যক্তি বলেছিলেন দুবাই থেকে এনআইসি-র মেইলে লগইনের ব্যাপারে আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তথ্য দেওয়া হয়েছিল। তাহলে এখন কে মিথ্যা বলছেন। অতীতে নাম করেই নিশিকান্তর ডিগ্রি নিয়ে অভিযোগ করেন মহুয়া। ডিগ্রি সংক্রান্ত কিছু নথি সোশাল মিডিয়ায় পোস্টও করেন। তাই রাজনৈতিক মহলের অনুমান, নিশিকান্তকেই আক্রমণ করেছেন মহুয়া। পালটা জবাব দেওয়ার পথে হাঁটলেন নিশিকান্তও।

আরও পড়ুন:'সস্তার রাজনীতি হচ্ছে', ছবি ভাইরাল ইস্যুতে মুখ খুললেন থারুর

Last Updated : Oct 25, 2023, 1:00 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details