পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua Moitra: 'কেউ বাঁচাতে পারবে না', মহুয়াকে কড়া আক্রমণ নিশিকান্ত দুবের - লোকসভা

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বৃহস্পতিবার অভিযোগ করেছেন যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লোকসভার নীতিশাস্ত্র (এথিক্স) কমিটির কার্যধারা সম্পর্কে ভুল ব্যাখ্যা করেছেন ৷ এমনকী তিনি এথিক্স কমিটির বিরুদ্ধে একটা ভুল ছবি খাড়া করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেছেন দুবে ৷ উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে 'ক্যাশ ফর কোয়েরি'-এর অভিযোগের তদন্ত করছে এথিক্স কমিটি।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 8:19 PM IST

নয়াদিল্লি, 2 নভেম্বর: বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বৃহস্পতিবার অভিযোগ করেছেন যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লোকসভার নীতিশাস্ত্র (এথিক্স) কমিটির কার্যধারা সম্পর্কে ভুল ব্যাখ্যা করেছেন ৷ এমনকী তিনি এথিক্স কমিটির বিরুদ্ধে একটা ভুল ছবি খাড়া করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেছেন দুবে ৷ উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে 'ক্যাশ ফর কোয়েরি'-এর অভিযোগের তদন্ত করছে এথিক্স কমিটি। এদিন কমিটির চেয়ারম্যান তৃণমূল সাংসদকে 'ব্যক্তিগত' এবং 'অনৈতিক' প্রশ্ন জিজ্ঞাসা করার অভিযোগ এনে প্যানেলের বিরোধী সদস্যরা মহুয়ার সঙ্গেই বৈঠক থেকে বেরিয়ে আসে ৷ আর তার কয়েক ঘণ্টার মধ্যেই পালটা অভিযোগ এনেছেন নিশিকান্ত দুবে ৷

এদিন সাংবাদিক বৈঠক করে নিশিকান্ত দুবে বলেন, "কমিটি ব্যবসায়ী দর্শন হিরানন্দানির দায়ের করা হলফনামা নিয়ে মৈত্রকে প্রশ্ন করতে বাধ্য।" তিনি আরও অভিযোগ করেছেন, প্যানেলের নেতৃত্বে একজন ওবিসি সদস্যের জন্যই বিরোধীরা বিরক্ত হয়েছে। দুবে বলেন, "আসলে তারা সত্য হজম করতে পারনেনি ৷" বিজেপি নেতা আরও দাবি করেন, এথিক্স কমিটির কাছে তাঁর এবং অন্যান্যদের বিরুদ্ধে সব প্রমাণ দেওয়ার পরও 'কোনও শক্তি' মৈত্রকে বাঁচাতে পারবে না।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে ৷ এমনকী তাঁর সংসদীয় অ্যাকাউন্ট দুবাইতে 47 বার লগ-ইন করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে ৷ হিরানন্দানির নির্দেশেই দুবাই-ভিত্তিক এক ব্যবসায়ী পরিবারের কাছ থেকে ঘুষ এবং সুবিধার বিনিময়ে সংসদে প্রশ্ন করেছিল বলে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: 'রাতে কার সঙ্গে কথা', ব্যক্তিগত প্রশ্নে এথিক্স কমিটির মিটিং থেকে বেরিয়ে গেলেন মহুয়া

অন্যদিকে, এথিক্স কমিটির বৈঠক এদিন ওয়াক আউট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ বৃহস্পতিবার বহুজন সমাজপার্টির সাংসদ দানিশ আলি-সহ বিরোধী দলের সাংসদরাও সংসদের এথিক্স কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এদিন তাঁর বিরুদ্ধে ওঠা 'ক্যাশ ফর কোয়েরি' অভিযোগের বিষয়ে সংসদের নীতিশাস্ত্র কমিটির সামনে হাজির হয়েছিলেন। কিন্তু মাঝপথেই কমিটির বৈঠক থেকে মহুয়া-সহ অন্যান্য বিরোধী সাংসদ যারা এথিক্স কমিটির সদস্য তাঁদেরও বেরিয়ে যেতে দেখা যায় ৷

(পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details