নয়াদিল্লি, 2 নভেম্বর: বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বৃহস্পতিবার অভিযোগ করেছেন যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লোকসভার নীতিশাস্ত্র (এথিক্স) কমিটির কার্যধারা সম্পর্কে ভুল ব্যাখ্যা করেছেন ৷ এমনকী তিনি এথিক্স কমিটির বিরুদ্ধে একটা ভুল ছবি খাড়া করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেছেন দুবে ৷ উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে 'ক্যাশ ফর কোয়েরি'-এর অভিযোগের তদন্ত করছে এথিক্স কমিটি। এদিন কমিটির চেয়ারম্যান তৃণমূল সাংসদকে 'ব্যক্তিগত' এবং 'অনৈতিক' প্রশ্ন জিজ্ঞাসা করার অভিযোগ এনে প্যানেলের বিরোধী সদস্যরা মহুয়ার সঙ্গেই বৈঠক থেকে বেরিয়ে আসে ৷ আর তার কয়েক ঘণ্টার মধ্যেই পালটা অভিযোগ এনেছেন নিশিকান্ত দুবে ৷
এদিন সাংবাদিক বৈঠক করে নিশিকান্ত দুবে বলেন, "কমিটি ব্যবসায়ী দর্শন হিরানন্দানির দায়ের করা হলফনামা নিয়ে মৈত্রকে প্রশ্ন করতে বাধ্য।" তিনি আরও অভিযোগ করেছেন, প্যানেলের নেতৃত্বে একজন ওবিসি সদস্যের জন্যই বিরোধীরা বিরক্ত হয়েছে। দুবে বলেন, "আসলে তারা সত্য হজম করতে পারনেনি ৷" বিজেপি নেতা আরও দাবি করেন, এথিক্স কমিটির কাছে তাঁর এবং অন্যান্যদের বিরুদ্ধে সব প্রমাণ দেওয়ার পরও 'কোনও শক্তি' মৈত্রকে বাঁচাতে পারবে না।
মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে ৷ এমনকী তাঁর সংসদীয় অ্যাকাউন্ট দুবাইতে 47 বার লগ-ইন করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে ৷ হিরানন্দানির নির্দেশেই দুবাই-ভিত্তিক এক ব্যবসায়ী পরিবারের কাছ থেকে ঘুষ এবং সুবিধার বিনিময়ে সংসদে প্রশ্ন করেছিল বলে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।