নয়াদিল্লি, 12 নভেম্বর : কোভিড পরবর্তী সময়ে কোন উপায়ে ছন্দে ফিরবে দেশের অর্থনীতি ? তার জবাব পেতেই বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, লেফটেন্যান্ট গভর্নর এবং অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ আগামী 15 নভেম্বর এই বৈঠক হবে ৷ ওই দিন (আগামী সোমবার) দুপুর তিনটে থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক শুরু হবে ৷
আরও পড়ুন :Nirmala Sitharaman : ভারতের অর্থনৈতিক সংস্কারের প্রশংসা বাইডেন প্রশাসনের, দাবি নির্মলার
শুক্রবার এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় অর্থসচিব টি ভি সোমনাথন (T V Somanathan) জানান, ‘‘করোনাকালে বৃদ্ধির গতি শ্লথ হয়েছে ৷ তবে চলতি অর্থবর্ষের প্রথম তিনমাসেই অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে ৷ যার প্রমাণ ইতিমধ্যেই মিলতে শুরু করেছে ৷ মহামারীর আগে বিভিন্ন অর্থনৈতিক সূচক যে অবস্থায় ছিল, আবারও তারা সেই পরিস্থিতিতেই ফিরতে শুরু করে দিয়েছে ৷ আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাঙ্ক ভারতের অর্থনীতিকে বিশ্বের দ্রুততম বেড়ে চলা অর্থনীতি হিসাবে স্বীকৃতি দিয়েছে ৷ তাদের হিসাব বলছে, ভারতের সম্ভাব্য অর্থনৈতিক বৃদ্ধি যথাক্রমে 9.5 শতাংশ এবং 8.3 শতাংশ ৷’’
আরও পড়ুন :GST compensation cess : জিএসটি ক্ষতিপূরণে সেসের মেয়াদ বাড়ানোর দাবিতে সরব অবিজেপি রাজ্যগুলি
কেন্দ্রীয় অর্থসচিব জানিয়েছেন, দেশের অর্থনীতিকে চাঙ্গা করার সুযোগ খুঁজতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে ৷ তিনি বলেন, ‘‘বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভারত একটি অত্যন্ত সম্ভাবনায় বিনিয়োগ ক্ষেত্র ৷ আমাদের এই মানসিকতাকেই কাজে লাগাতে হবে ৷ আর দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে প্রত্যেকটি রাজ্যেরই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আর সেই কারণেই রাজ্যস্তরের সমস্যাগুলিকে চিহ্নিত করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ আশা করা যায়, সবাই মিলে সেইসব সমস্যার সমাধান করা যাবে ৷’’