নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি:ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলি যথেষ্ট অভিজ্ঞ ৷ তারা আদানি গোষ্ঠীর বিষয়টি (Adani Group Crisis) নিয়ে ওয়াকিবহাল ৷ সমস্ত ঘটনার উপর তারা নজর রাখছে ৷ শনিবার এভাবেই আরবিআই, সেবির মতো প্রতিষ্ঠানগুলিকে দরাজ সার্টিফিকেট দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman on SEBI RBI) ৷
উল্লেখ্য, আদানি কাণ্ডের পর ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামলা রুজু করা হয়েছে ৷ সেই মামলাগুলির শুনানি চলাকালীন আদালত তার পর্যবেক্ষণে বলে, এই ধরনের ঘটনার জেরে আমজনতার অর্থাৎ বিনিয়োগকারীদের অর্থ যাতে নষ্ট না হয়, সেই বিষয়ে সজাগ থাকতে হবে ৷ এক্ষেত্রে ভারতের সংশ্লিষ্ট নজরদারি সংস্থা তথা বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলির কর্তব্য স্মরণ করিয়ে দেয় আদালত ৷ আদালতের এই পর্যবেক্ষণকে উদ্ধৃত করে তোলা প্রশ্নের উত্তরেই নির্মলা জানান, "ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলি যথেষ্ট অভিজ্ঞ ৷"
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন এই প্রসঙ্গে নির্মলা সীতারমন বলেন, "সরকার আদালতে কী বলবে, সেটা আমি এখানে প্রকাশ্যে আনব না ৷ তবে, ভারতের নিয়ামক সংস্থাগুলি অত্যন্ত, অত্যন্ত অভিজ্ঞ ৷ এই বিষয়ে তারা বিশেষজ্ঞ ৷ নিয়ন্ত্রক সংস্থাগুলি এই বিষয়ে কড়া নজর রাখছে ৷ এবং তারা বরাবরই এমনটা করে আসছে ৷ শুধুমাত্র এখন নয় ৷"
আরও পড়ুন:নতুন করকাঠামোয় মানুষের হাতে খরচের টাকা বাড়বে, দাবি নির্মলার
উল্লেখ্য, শুক্রবার যে জনস্বার্থ মামলাগুলি প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্য উঠেছিল, সেই মামলাগুলির শুনানিতে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত ৷ একইসঙ্গে আদালতের বক্তব্য, নিরীহ আমজনতার অর্থ যাতে সুরক্ষিত থাকে, তার জন্য একটি দৃঢ় সুসঙ্গবদ্ধ ব্যবস্থাপনা থাকা আবশ্যিক ৷ পাশাপাশি, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন এই বেঞ্চের পক্ষ থেকে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার মাধ্যমে সেবির আধিকারিকদের বার্তা পাঠানো হয় যে আদালত এই বিষয়ে এখনই কোনও পদক্ষেপ করছে না ৷ এর বদলে অর্থমন্ত্রক এবং সংশ্লিষ্ট অন্যান্য দফতর ও সংস্থার কাছে থেকে নানা বিষয়ে তথ্য তলব করে সুপ্রিম কোর্ট ৷ সেই সময়েই আদালত তার পর্যবেক্ষণে জানায়, এই ধরনের ঘটনা ঘটলে আমজনতার টাকা যাতে কোনওভাবেই নষ্ট না হয়, তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থাপনা থাকা দরকার ৷ তারই প্রেক্ষিতে নির্মলা কার্যত এদিন জানিয়ে দেন, ভারতের হাতে যে ব্যবস্থাপনা রয়েছে, তা এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট পারদর্শী ৷