কলকাতা, 5 জুন :ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের গ্রামে তৃণমূলের তথাকথিত ফতোয়া ঘিরে চড়ছে রাজনীতির পারদ ৷ বিষয়টি নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ টুইটারে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অফিশিয়াল টুইটার হ্য়ান্ডেলকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন নির্মলা সীতারমন ৷
ঘটনার সূত্রপাত পশ্চিম মেদিনীপুরের মহিষদা গ্রামে ৷ যা আদতে অভিনেতা তথা সাংসদ দেবের পৈতৃক গ্রাম ৷ অভিযোগ, সেখানেই বেছে বেছে 18 জন বিজেপি কর্মীকে সামাজিকভাবে বয়কটের ডাক দেওয়া হয়েছে ৷ গ্রামের নানা জায়গায় পড়েছে পোস্টার ৷ তাতে ওই 18 জনকে কোনও সামগ্রী বিক্রি না করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ এমনকী, যদি কেউ ওই ব্যক্তিদের সহযোগিতা করেন, তাহলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে ৷ সংশ্লিষ্ট পোস্টারে দাবি করা হয়েছে, সেটি নাকি ‘মহিষদা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর তরফে জারি করা হয়েছে ৷