কোঝিকোড়, 7 সেপ্টেম্বর : কোঝিকোড় জেলায় নিপা ভাইরাসের সংক্রমণে মৃত 12 বছরের বালকের সংস্পর্শে আসা সকলের রিপোর্ট নেগেটিভ ৷ মোট 8 জন ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত ওই বালকের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন ৷ ওই 8 জনের নিপা ভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর স্বস্তির নিশ্বাস ফেলেছে কেরালা প্রশাসন ৷ এ নিয়ে কেরালার স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ বলেন, ‘‘ওই বাচ্চাটির সংস্পর্শে আসা তার মা-বাবা এবং স্বাস্থ্যকর্মীরা, যাঁরা তার চিকিৎসা করেছিলেন ৷ সবার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ এই মুহূর্তের জন্য একটু স্বস্তি পাওয়া গেল ৷ কারণ যাঁরা ওই বাচ্চাটির খুব কাছে গিয়েছিলেন তাঁদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ মঙ্গলবার আরও স্যাম্পেল পরীক্ষা করা হবে ৷’’
কেরালা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছিল, মোট 251 জন ওই বালকের সংস্পর্শে এসেছিলেন ৷ যাঁদের মধ্যে 129 জন স্বাস্থ্যকর্মী ৷ মোট 54 জনকে কোঝিকোড় মেডিক্যাল কলেজে আইসোলেশনে রাখা হয়েছে ৷ কারণ, তাঁদের সবার সংক্রমিত হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে ৷ ওই 54 জনের মধ্যে 30 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন ৷ অন্যদিকে, এই 54 জনের মধ্যে সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছিল, তাঁরা সবাই এই মুহূর্তে সুস্থ রয়েছেন ৷ এই পরিস্থিতিতে নিপা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে কেরালা সরকার তাদের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা জারি করেছে ৷ স্বাস্থ্য দফতরের তরফে কোঝিকোড়, কন্নৌর, মালাপ্পুরম এবং ওয়েনাড় জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে ৷