নয়াদিল্লি, 5 মার্চ: দেশের অবিজেপি-শাসিত রাজ্যগুলির একের পর এক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে এবং তাঁদের গ্রেফতার করছে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 26 ফেব্রুয়ারি আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী (Delhi Deputy Chief Minister Manish Sisodia) মণীশ সিসোদিয়াকে আবগারি দুর্নীতিতে সিবিআই গ্রেফতার করেছে ৷ এই প্রেক্ষিতে রবিবার 9 জন বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রীকে জানালেন, দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার হচ্ছে ৷ গণতন্ত্র এখনও আছে জানিয়ে তাঁকে চিঠি লিখলেন বিরোধী শিবিরের তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, আপ-প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে শিবিরের উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Mamata Banerjee and 8 other opposition leaders write over misuse of central agencies against opposition leaders) ৷
চিঠিতে মণীশ শিশোদিয়ার সিবিআই গ্রেফতারিকে ভিত্তিহীন এবং ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন তৃণমূল সুপ্রিমো-সহ বাকিরা ৷ জানানো হয়েছে, "দেশে নির্লজ্জের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে ৷ মনে হচ্ছে, আমরা গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের মধ্যে প্রবেশ করছি ৷ এই প্রক্রিয়ার সঙ্গে রাজ্যপালের মতো সাংবিধানিক কার্যালয়ও আছে ৷ নির্বাচনী মাঠের বাইরে এভাবে হিসেবনিকেশ করার তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা ৷ এটা আমাদের গণতন্ত্রের জন্য ভালো হচ্ছে না ৷"
আরও পড়ুন: দিল্লির আবগারি মামলায় সিসোদিয়াকে সিবিআই হেফাজতে পাঠাল আদালত