পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভদোদরায় ট্রাক ও ডাম্পারের সংঘর্ষ, মৃত 10 - গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

আজ সকালে ওয়াঘোদিয়া হাইওয়েতে একটি ট্রাক ও একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় ছ'জনের ৷ পরে হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয় ৷

road accident onVadodara highway
road accident onVadodara highway

By

Published : Nov 18, 2020, 9:53 AM IST

Updated : Nov 18, 2020, 11:52 AM IST

ভদোদরা, 18 নভেম্বর : গুজরাতের ভদোদরায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 10 জনের ৷ গুরুতর আহত হয়েছে আরও 17 জন ৷ মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে ৷

আজ সকালে ওয়াঘোদিয়া হাইওয়েতে একটি ট্রাক ও একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় ছ'জনের ৷ পরে হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয় ৷ আহতদের সবাইকে স্থানীয় সায়াজিরাও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ দুর্ঘটনার জেরে হাইওয়েতে যানজট দেখা দেয় ৷

ঘটনাস্থানে পৌঁছান ভদোদরার ডিস্ট্রিক্ট কালেক্টর শালিনি আগরওয়াল ৷ তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

শোকপ্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ৷ টুইটারে তিনি লেখেন, ‘ ভদোদরার কাছে দুর্ঘটনার কথা শুনে স্তম্ভিত ৷ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছি ৷ যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ মৃতদের আত্মার শান্তি কামনা করি ৷’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও টুইট করে শোক প্রকাশ করেছেন ৷ নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘ ভদোদরার পথদুর্ঘটনার কথা শুনে স্তম্ভিত ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ ঘটনাস্থানে সরকারের তরফে সমস্ত রকম সাহায্য করা হবে ৷’’

Last Updated : Nov 18, 2020, 11:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details