দিল্লি, 22 ফেব্রুয়ারি : কৃষক আন্দোলনে ‘টুলকিট’ মামলায় সমাজকর্মী নিকিতা জেকব এবং শান্তনু মুলুককে জিজ্ঞাসাবাদ শুরু করল দিল্লি পুলিশের সাইবার শাখা ৷ আজ দিল্লির সাইবার শাখার দপ্তরে যান তাঁরা ৷ দিল্লি পুলিশের তরফে জেকব এবং মুলুককে ফোনে যোগাযোগ করা হয়েছিল ৷ সেখানে তাঁরা তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ তারপরেই আজ তাঁরা হাজিরা দিলেন ৷
প্রসঙ্গত, আদালত নিকিতা জেকব এবং শান্তনু মুলুককে আগাম জামিন দিয়েছে এই মামলায় ৷ 26 জানুয়ারি দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে একটি টুলকিট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ৷ দিল্লি পুলিশের দ্বারকা সাইবার সেল অভিযোগ করেছিল, এই টুলকিট তৈরি করেছিলেন দিশা রবি, নিকিতা জেকব এবং শান্তনু মুলুক ৷ সেটাই গ্রেটা থুনবার্গ শেয়ার করেছিলেন ৷ প্রসঙ্গত, এই ‘টুলকিট’ হল, যেখানে কোনও একটি লক্ষ্যকে ছুঁতে কী কী করতে হবে? তার একটি নির্দেশিকা দেওয়া থাকে ৷ অভিযোগ 26 জানুয়ারি দিল্লির রাজপথে হওয়া ট্রাক্টর ব়্যালিতে অশান্তির ঘটনায় এই টুলকিট অনুসরণ করা হয়েছিল ৷