পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

‘টুলকিট’ মামলায় নিকিতা ও শান্তনুকে জিজ্ঞাসাবাদ দিল্লি পুলিশের - কৃষক আন্দোলন

‘টুলকিট’ মামলায় নিকিতা জেকব এবং শান্তনু মুলুককে জিজ্ঞাসাবাদ দিল্লি পুলিশের সাইবার শাখার ৷ পুলিশ তাঁদের ফোনে যোগাযোগ করে তদন্তের জন্য ডেকে পাঠায় ৷ সেই মত পুলিশের সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে আজ দ্বারকায় দিল্লি পুলিশের সাইবার দপ্তরে পৌঁছেছেন নিকিতা জেকব এবং শান্তনু মুলুক ৷

nikita-shantanu-join-delhi-polices-toolkit-probe
‘টুলকিট’ মামলায় নিকিতা ও শান্তনুকে জিজ্ঞাসাবাদ দিল্লি পুলিশের

By

Published : Feb 22, 2021, 4:30 PM IST

দিল্লি, 22 ফেব্রুয়ারি : কৃষক আন্দোলনে ‘টুলকিট’ মামলায় সমাজকর্মী নিকিতা জেকব এবং শান্তনু মুলুককে জিজ্ঞাসাবাদ শুরু করল দিল্লি পুলিশের সাইবার শাখা ৷ আজ দিল্লির সাইবার শাখার দপ্তরে যান তাঁরা ৷ দিল্লি পুলিশের তরফে জেকব এবং মুলুককে ফোনে যোগাযোগ করা হয়েছিল ৷ সেখানে তাঁরা তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ তারপরেই আজ তাঁরা হাজিরা দিলেন ৷

প্রসঙ্গত, আদালত নিকিতা জেকব এবং শান্তনু মুলুককে আগাম জামিন দিয়েছে এই মামলায় ৷ 26 জানুয়ারি দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে একটি টুলকিট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ৷ দিল্লি পুলিশের দ্বারকা সাইবার সেল অভিযোগ করেছিল, এই টুলকিট তৈরি করেছিলেন দিশা রবি, নিকিতা জেকব এবং শান্তনু মুলুক ৷ সেটাই গ্রেটা থুনবার্গ শেয়ার করেছিলেন ৷ প্রসঙ্গত, এই ‘টুলকিট’ হল, যেখানে কোনও একটি লক্ষ্যকে ছুঁতে কী কী করতে হবে? তার একটি নির্দেশিকা দেওয়া থাকে ৷ অভিযোগ 26 জানুয়ারি দিল্লির রাজপথে হওয়া ট্রাক্টর ব়্যালিতে অশান্তির ঘটনায় এই টুলকিট অনুসরণ করা হয়েছিল ৷

আরও পড়ুন : মঙ্গলবার দিশার জামিন সংক্রান্ত নির্দেশ দেবে আদালত

দিল্লি পুলিশ সূত্রে খবর, দিশা রবি, নিকিতা জেকব এবং শান্তনু মুলুককে পরপর জেরা করা হবে ৷ এমনকি এদের মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details