হায়দরাবাদ, 20 মে :তেলুগু মেয়ের বিশ্বজয় ৷ইস্তানবুলে আয়োজিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ভারতকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে প্রথম তেলুগু মেয়ে হিসেবে ইতিহাস সৃষ্টি করলেন তেলাঙ্গানার মেয়ে নিখাত জারিন (Nikhat Zareen from Telangana clinches gold at World Boxing Championship) ৷ 52 কেজির বিভাগে 5-0 তে তিনি পরাজিত করেছেন থাইল্যান্ডের প্রতিপক্ষ জিতপ্যাংকে ৷ প্রথম তেলুগু মেয়ে হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছেন নিখাত ৷ নিখাদ প্রশংসা প্রধানমন্ত্রীর ৷ অভিনন্দন জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-ও ৷
বক্সিংয়ে ইতিমধ্যেই এসেছে বেশ কয়েকটি পদক ৷ শুধু নিখাতই নয়, পদক জিতেছেন হরিয়ানার মণীষা মৌন এবং পারভিন হুদাও ৷ টুইটে নিখাতকে অভিনন্দন জানাতে গিয়ে সেকথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ লিখেছেন, "আমাদের বক্সাররা আমাদের গর্বিত করেছে ! মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে একটি দুর্দান্ত স্বর্ণপদক জয়ের জন্য নিখাতকে শুভকামনা ৷ একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পাওয়ার জন্য আমি মণীষা মৌন এবং পারভিন হুদাকেও অভিনন্দন জানাই ।"
সোনার মেয়ে নিখাত জারিনের প্রশংসা করেছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ তিনি বলেন, "তেলাঙ্গানার মেয়ে আজ গোটা দেশকে গর্বিত করেছে যার জন্য আমি খুব গর্বিত ৷ আমাদের সরকার সব ধরনের খেলাকে উৎসাহিত করে ৷"
তেলাঙ্গানারা রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন এই জয়ের জন্য নিখাত জারিনকে অভিনন্দন জানিয়েছেন ৷
নিখাতের জন্মস্থান নিজামাবাদের বাসিন্দা তেলাঙ্গানার সড়ক ও আবাসন মন্ত্রী ভেমুলা প্রশান্ত রেড্ডিও ৷ নিখাতের প্রশংসায় তিনি বলেন, "ও তেলাঙ্গানা এবং নিজামাবাদ জেলার গর্ব ৷ আমি আশা করছি নিখাত ভবিষ্যতে আরও চ্যাম্পিয়নশিপ জিতবে ৷" তিনি নিখাতকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন ৷