পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nikhat Zareen Wins Gold : বিশ্ব বক্সিংয়ের সোনা মেয়ের প্রশংসা মোদির - প্রথম তেলুগু কন্যার সোনা জয়

প্রথম তেলুগুকন্যা হিসেবে দেশকে স্বর্ণপদক এনে দিলেন তেলাঙ্গানার নিখাত জারিন ৷ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে প্রথম তেলুগু হিসেবে রেকর্ড গড়লেন তিনি (World Boxing Championship 2022) ৷ নিখাত প্রমাণ করেছেন, নিষ্ঠার সঙ্গে কাজ করলে কিছুই অসম্ভব নয় ৷ এই শিরোপার জন্য তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-সহ রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন ও অন্যান্যরা জারিনের ভূয়সী প্রশংসা করেছেন ৷ টুইট করেছেন মোদিও ৷

World Boxing Championship 2022 News
প্রথম তেলুগু কন্যার হাত ধরে সোনা জয় ভারতের

By

Published : May 20, 2022, 8:34 AM IST

Updated : May 20, 2022, 9:53 AM IST

হায়দরাবাদ, 20 মে :তেলুগু মেয়ের বিশ্বজয় ৷ইস্তানবুলে আয়োজিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ভারতকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে প্রথম তেলুগু মেয়ে হিসেবে ইতিহাস সৃষ্টি করলেন তেলাঙ্গানার মেয়ে নিখাত জারিন (Nikhat Zareen from Telangana clinches gold at World Boxing Championship) ৷ 52 কেজির বিভাগে 5-0 তে তিনি পরাজিত করেছেন থাইল্যান্ডের প্রতিপক্ষ জিতপ্যাংকে ৷ প্রথম তেলুগু মেয়ে হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছেন নিখাত ৷ নিখাদ প্রশংসা প্রধানমন্ত্রীর ৷ অভিনন্দন জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-ও ৷

বক্সিংয়ে ইতিমধ্যেই এসেছে বেশ কয়েকটি পদক ৷ শুধু নিখাতই নয়, পদক জিতেছেন হরিয়ানার মণীষা মৌন এবং পারভিন হুদাও ৷ টুইটে নিখাতকে অভিনন্দন জানাতে গিয়ে সেকথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ লিখেছেন, "আমাদের বক্সাররা আমাদের গর্বিত করেছে ! মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে একটি দুর্দান্ত স্বর্ণপদক জয়ের জন্য নিখাতকে শুভকামনা ৷ একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পাওয়ার জন্য আমি মণীষা মৌন এবং পারভিন হুদাকেও অভিনন্দন জানাই ।"

সোনার মেয়ে নিখাত জারিনের প্রশংসা করেছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ তিনি বলেন, "তেলাঙ্গানার মেয়ে আজ গোটা দেশকে গর্বিত করেছে যার জন্য আমি খুব গর্বিত ৷ আমাদের সরকার সব ধরনের খেলাকে উৎসাহিত করে ৷"

তেলাঙ্গানারা রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন এই জয়ের জন্য নিখাত জারিনকে অভিনন্দন জানিয়েছেন ৷

নিখাতের জন্মস্থান নিজামাবাদের বাসিন্দা তেলাঙ্গানার সড়ক ও আবাসন মন্ত্রী ভেমুলা প্রশান্ত রেড্ডিও ৷ নিখাতের প্রশংসায় তিনি বলেন, "ও তেলাঙ্গানা এবং নিজামাবাদ জেলার গর্ব ৷ আমি আশা করছি নিখাত ভবিষ্যতে আরও চ্যাম্পিয়নশিপ জিতবে ৷" তিনি নিখাতকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন ৷

রাজ্যের মেয়ের এই সাফল্যে তেলাঙ্গানা জুড়ে শুরু হয়েছে উদযাপন ৷ নিখাতের বাবা-মা তাঁর প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও কোচের সঙ্গে হায়দরাবাদের মানিকোন্ডায় নিজেদের বাড়িতে মেয়ের এই সাফল্য় উদযাপন করছেন ৷

আরও পড়ুন :Gold in Children Kick Boxing : চিলড্রেন্স কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা মেখলিগঞ্জের নবস্মিতার

মেয়ের সাফল্য়ে উচ্ছ্বসিত বাবা-মা ইটিভি ভারতকে বলেন, আমাদের মেয়ে দেশকে গর্বিত করেছে ৷ ফাইনালের আগে থেকেই আমরা জানতাম এ বছর ভারত অবশ্যই সোনা জিতবে এবং শুধুমাত্র আমাদের মেয়ের হাত ধরেই তা আসবে ৷ মেয়ের প্রতি আমাদের বিশ্বাস সত্যি হয়েছে আজ ৷ ওর অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব ওকে জিতিয়ে দিয়েছে ৷ আমরা সবাইকে ধন্য়বাদ জানাচ্ছি যাঁরা নিখাতের বিজয় যাত্রায় অংশ নিয়েছিলেন ও আমাদের মেয়েকে সমর্থন করেছিলেন ৷"

প্রতিপক্ষকে শুরু থেকেই জোর টক্কর দিচ্ছিলেন তিনি ৷ রিং-এ আক্রমণাত্মকভাবে চলাফেরা করে সব পর্যায়েই এগিয়ে ছিলেন তিনি ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে পঞ্চম বক্সার হিসেবে রেকর্ড গড়লেন নিখাত ৷ এর আগে মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল ও লেখা কেসি বক্সিংয়ে সোনা জিতেছিলেন ৷

আরও পড়ুন :সবচেয়ে প্রিয় মানুষকে বিশ্বজয় উৎসর্গ সিন্ধুর, জানেন তিনি কে ?

Last Updated : May 20, 2022, 9:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details