নয়ডা, 8 এপ্রিল :এবার রাজধানী শহরের গা-ঘেঁষা শহরতলিতেও জারি হল নাইট কার্ফু ৷ উত্তরপ্রদেশের কানপুর, বারাণসী, প্রয়াগরাজ এবং লখনউয়ের পর গৌতম বুদ্ধ নগরেও নাইট কার্ফু জারি করার কথা ঘোষণা করলেন জেলাশাসক সুহাস এলওয়াই ৷ যা জারি থাকবে 17 এপ্রিল পর্যন্ত ৷ জেলা প্রশাসনের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এই ক’দিন রোজ রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে গৌতম বুদ্ধ নগরে ৷ কেবলমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা এবং স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় পরিষেবা নাইট কার্ফুর আওতার বাইরে থাকবে ৷
জেলা প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে, বেসরকারি চিকিৎসক, নার্স, প্য়ারামেডিক্য়াল কর্মী-সহ প্রত্য়েকেই এই নাইট কার্ফুর আওতার বাইরে থাকবেন ৷ তবে তাঁদের সকলেরই বৈধ পরিচয়পত্র থাকতে হবে ৷ খোলা থাকবে হাসপাতাল, প্যাথলজিক্য়াল ল্য়াব এবং চিকিৎসকের চেম্বার ৷