মুম্বই, 12 মার্চ: মহারাষ্ট্রে মাত্রাতিরিক্ত হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ৷ পরিস্থিতি সামাল দিতে পুনেতে জারি করা হল নাইট কার্ফিউ ৷ রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত ফের কার্ফিউ-এর সাক্ষী হবে এই শহর ৷ 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে স্কুল ও কলেজ ৷ রাত 10টা থেকে 6টা পর্যন্ত বন্ধ থাকবে হোটেল ও বার ৷ নাইট কার্ফিউয়ে বন্ধ থাকছে শপিং মল ও সিনেমা হলও ৷ বিকেলে বন্ধ থাকবে পার্ক ৷ এ দিকে, আকোলাতে শুক্রবার থেকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে ৷
শুক্রবার রাত 8টা থেকে আগামী সোমবার সকাল 8টা পর্যন্ত লকডাউন থাকবে আকোলায় ৷ বৃহস্পতিবারই নাগপুরে ফিরিয়ে আনা হয় লকডাউন ৷ কোভিড মোকাবিলায় 15 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত নাগপুরে লকডাউন থাকবে বলে ঘোষণা করা হয় ৷ গত মাস থেকে রোজই সংক্রমণ বাড়ছে নাগপুরে ৷