পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Maharashtra Impose Night Curfew : মহারাষ্ট্রে আজ রাত 12টা থেকে লাগু রাত্রিকালীন কার্ফু, জারি একাধিক বিধিনিষেধ

10 জানুয়ারি রাত 12টা থেকে রাত্রিকালীন কার্ফু মহারাষ্ট্রে (Night Curfew Imposed in Maharashtra) ৷ দিনের বেলাতেও 5 জন বা তার বেশি লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ শনিবার 2022 সালের সবচেয়ে বেশি সংক্রমণের রিপোর্ট জমা পড়েছে সে রাজ্যে (Highest Covid Infection of 2022 in Maharashtra) ৷ তার পরেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে ৷

Night Curfew Impose in Maharashtra
Night Curfew Impose in Maharashtra

By

Published : Jan 9, 2022, 9:39 AM IST

মুম্বই, 9 জানুয়ারি : 10 জানুয়ারি মাঝরাত, অর্থাৎ আজ রাত 12 টার পর রাত্রিকালীন কার্ফু লাগু হবে মহারাষ্ট্রে (Night Curfew Impose in Maharashtra) ৷ শনিবার মহারাষ্ট্রে 2022’র সবচেয়ে বেশি সংক্রমণের রিপোর্ট জমা পড়েছে ৷ আর তারপরেই কোভিড সংক্রান্ত বিধিনিষেধে কড়াকড়ি করছে মহা অগাধি সরকার ৷ তবে, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পূর্ণ লকডাউনের পক্ষে নন ৷ জনজীবন স্তব্ধ করে তিনি করোনা নিয়ন্ত্রণে আনার বিপক্ষে ৷ এ নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে একটি টুইটও করা হয়েছে ৷

প্রসঙ্গত, গত 24 ঘণ্টা মহারাষ্ট্রে 42 হাজার 434 জনের করোনা সংক্রমিত হওয়ার রিপোর্ট জমা পড়েছে (Highest Covid Infection of 2022 in Maharashtra) ৷ 13 জনের মৃত্যু হয়েছে সে রাজ্যে ৷ এই মুহূর্তে মহারাষ্ট্রে 1 লক্ষ 73 হাজার 238 জন সক্রিয় রোগী রয়েছেন ৷ মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তে সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে ৷ মুম্বইয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 566 ৷ এর পরেই রয়েছে পুনে ৷ সেখানে 201 জনের শরীরে ওমিক্রনের ভাইরাস পাওয়া গিয়েছে ৷ এই পরিস্থিতিতে সংক্রমণের চেন ভাঙতে রাত্রিকালীন কার্ফু জারি করার কথা ঘোষণা করেছে উদ্ধব সরকার (Maharashtra Impose Night Curfew) ৷ সেই সঙ্গে একাধিক বিধিনিষেধও আরোপ করা হয়েছে ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : সপ্তাহান্তে আক্রান্ত প্রায় 19 হাজার, বঙ্গে বাড়ল সংক্রমণের হার

মোট 10 দফা বিধিনিষেধ আরোপ করা হয়েছে মহারাষ্ট্রে ৷ যার মধ্যে অন্যতম হল,

  • ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত 5 জন বা তার বেশি লোকজন দল বেঁধে যাতায়াত করতে পারবেন না ৷
  • আর রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত রাত্রিকালীন কার্ফু জারি থাকবে, ফলে জরুরি ক্ষেত্র ছাড়া আর কোনও ক্ষেত্রে বাইরে বেরনো যাবে না ৷
  • বিয়ে অনুষ্ঠানে 50 জনের বেশি লোকেক জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ শ্মশানে 20 জনের বেশি যেতে পারবে না ৷
  • 15 ফেব্রুয়ারি পর্যন্ত মহারাষ্ট্রের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৷
  • জিম, সুইমিং পুল, স্পা এবং বিউটি স্যালোঁ বন্ধ থাকবে ৷ তবে, 50 শতাংশ গ্রাহক নিয়ে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে স্যালোঁ ৷
  • পূর্ব ঘোষিত জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের খেলা ছাড়া সকল স্পোর্টস আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তবে, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের স্পোর্টস ইভেন্টে দর্শক শূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে হবে ৷
  • শপিং মল সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে ৷ তবে, 50 শতাংশের বেশি জমায়েত করা যাবে না ৷ শপিং মল কর্তৃপক্ষকে মার্শাল নিয়োগ করে কঠোরভাবে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ মানা হচ্ছে কিনা তা সুনিশ্চিত করতে হবে ৷
  • রেস্তরাঁগুলি 100 শতাংশ গ্রাহক নিয়ে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে ৷ তবে, রেস্তরাঁর বাইরে বোর্ড লাগিয়ে মোট আসন সংখ্যা এবং উপস্থিত গ্রাহকের সংখ্যা সবসময় উল্লেখ করতে হবে ৷ রেস্তরাঁগুলি থেকে রোজ হোম ডেলিভারির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ৷ একই নিয়ম সিনেমা হলগুলির জন্য কার্যকর করা হয়েছে ৷
  • আন্তঃরাজ্য যাতায়াতের ক্ষেত্রে মহারাষ্ট্রে প্রবেশের আগের 72 ঘণ্টার মধ্যে করা আরটি-পিসিআর রিপোর্ট লাগবে অথবা ডবল ভ্যাকসিনেশন হওয়া বাধ্যতামূলক ৷
  • তবে, লোকাল ট্রেন এবং গণপরিবহনে কোনও বদল আনা হয়নি ৷ তবে, গণপরিবহনে ওঠার জন্য ভ্যাকসিনের ডবল ডোজ থাকা বাধ্যতামূলক ৷

ABOUT THE AUTHOR

...view details