সামবা (জম্মু-কাশ্মীর), 4 জানুয়ারি: সীমান্ত সুরক্ষা (Border Security) নিয়ে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সাম্বা সেক্টরে (Samba Sector) বিশেষ পদক্ষেপ করল স্থানীয় প্রশাসন ৷ আন্তর্জাতিক সীমান্ত (International Border) লাগোয়া এক কিলোমিটার পর্যন্ত এলাকায় রাত্রিকালীন কারফিউ (Night Curfew) জারি করা হল ৷ রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে ৷ এমনই জানিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের এসওজি-র ডেপুটি এসপি ৷ অন্যদিকে একই তথ্য দেওয়ার পাশাপাশি সাম্বার ডেপুটি কমিশনার অনুরাধা গুপ্তা জানিয়েছেন, আগামী দু’মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে ৷
তিনি বলেন, ‘‘সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বৈঠকের সময় বিএসএফের (BSF) তরফে আমাদের কাছে অনুরোধ এসেছিল ৷ তার ভিত্তিতেই আমরা দু’মাসের জন্য এই নির্দেশ দিয়েছি ৷ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এক কিলোমিটার পর্যন্ত এলাকায় রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত চলাচলে বিধিনিষেধ আরোপ করা থাকবে ৷’’ তাঁর তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানেও ওই বৈঠকের উল্লেখ রয়েছে ৷ জেলা পর্যায়ে সীমান্ত সুরক্ষা নিয়ে ওই বৈঠক হয় ৷