পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shah on Rajouri Attack: রাজৌরির জোড়া সন্ত্রাসবাদী হামলার তদন্তে এনআইএ, জম্মু-কাশ্মীর সফরে জানালেন শাহ - এনআইএ

রাজৌরির জোড়া সন্ত্রাসবাদী (NIA to investigate Rajouri Terror Attack) হামলার তদন্ত করবে এনআইএ (Shah on Rajouri Attack)৷ জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে এ কথা জানালেন অমিত শাহ (Amit Shah News)৷

Amit Shah ETV Bharat
অমিত শাহ

By

Published : Jan 13, 2023, 7:11 PM IST

জম্মু ও কাশ্মীর, 13 জানুয়ারি:রাজৌরিতে জোড়া সন্ত্রাসবাদী হামলার ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) কাছে হস্তান্তর করেছে কেন্দ্রীয় সরকার (Shah on Rajouri Attack)। ভূস্বর্গে একদিনের সফরে গিয়ে এ কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ জম্মু ও কাশ্মীরে গেলেও রাজৌরি সন্ত্রাসবাদী হামলায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে রাজৌরি যেতে পারেননি তিনি ৷ তবে তিনি তাঁদের সঙ্গে ফোনে কথা বলেছেন (NIA to investigate Rajouri Terror Attack)।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah News) কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা নিয়ে জম্মুতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে । বৈঠকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও । গণমাধ্যমকে শাহ বলেন, "আমি নিহতদের সাত পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছি । আমি তাঁদের সঙ্গে দেখা করতে নিজেই সেখানে যাব বলে ঠিক করেছিলাম কিন্তু আবহাওয়ার কারণে আজ সেখানে যেতে পারিনি । তাঁদের কথা খুব মনোযোগ সহকারে শুনেছি এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ জির সঙ্গেও কথা বলেছি । যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের সাহস দেশের জন্য একটি উদাহরণ ৷"

তিনি আরও আশ্বস্ত করেছেন যে, গত দেড় বছরে ঘটে যাওয়া সব ঘটনার তদন্ত করা হবে । শাহের কথায়, "ভারত সরকার 2 দিনের মধ্যে ঘটে যাওয়া দুটি ঘটনার তদন্ত এনআইএ-কে দিয়েছে । এনআইএ এবং জম্মু পুলিশ একসঙ্গে এই ঘটনার তদন্ত করবে । গত দেড় বছরে ঘটে যাওয়া সমস্ত ঘটনার তদন্ত করা হবে ।"

আরও পড়ুন:রাজৌরির ডাংরিতে বিস্ফোরণে 1 শিশুর মৃত্যু, আহত 5

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জম্মু ও কাশ্মীরের সুরক্ষার সঙ্গে জড়িত নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে বিশদ আলোচনা করা হয়েছে । আগামী দিনে একটি খুব সুরক্ষিত গ্রিড তৈরি করার প্রস্তুতি নেওয়া হবে । বিএসএফ, সিআরপিএফ, সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশ সবাই প্রস্তুত ৷ সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সাপোর্ট সিস্টেমের সমস্ত দিক নিয়ে আলোচনা করা হয়েছে । একটি সম্পূর্ণ 360 সুরক্ষা চক্র তৈরি করার বিষয়ে আলোচনা হয়েছে । সমস্ত তথ্য সংস্থার সঙ্গেও কথা হয়েছে বলে জানান অমিত শাহ ৷

উল্লেখ্য, 1 এবং 2 জানুয়ারি জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার আপার ডাংরি গ্রামে দুটি সন্ত্রাসবাদী হামলায় দুই শিশু-সহ সাতজন বেসামরিক মানুষের মৃত্যু হয় এবং আরও অনেকে আহত হন । 1 জানুয়ারি সন্ধ্যায় চার জনকে গুলি করে মারা হয় এবং 2 জানুয়ারি সকালে সন্দেহভাজন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে রাজৌরির আপার ডাংরিতে দুই শিশুর মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন ।

ABOUT THE AUTHOR

...view details