জয়পুর(রাজস্থান), 24 সেপ্টেম্বর: নৃশংস ঘটনার সাক্ষী ছিল রাজস্থানের উদয়পুর (Udaipur Tailor Murder Case) ৷ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয় সোশাল মিডিয়ায় ৷ পেশায় দর্জি কানহাইয়ালাল সাহু হত্যা মামলার তদন্ত করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency) ৷
শুক্রবার জাতীয় তদন্তকারী সংস্থা বিশেষ আদালতকে অনুরোধ করেছে এই হত্যা মামলায় চার্জশিট দাখিলের জন্য তাদের আরও সময় দেওয়া হোক ৷ 90 দিন সময় চেয়েছে এনআইএ । তদন্তকারী সংস্থা বিশেষ আদালতকে জানিয়েছে, তারা এই মামলায় আরও অভিযুক্তকে খুঁজছে । তাই চার্জশিট দাখিল করতে সময় লাগবে (NIA seeks more time to file charge sheet) ।
এদিন কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্তদের বিশেষ আদালতে হাজির করা হয় । হত্যা মামলার শুনানির সময় আদালত অভিযুক্তের বিচার বিভাগীয় হেফাজত 21 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে । মামলার শুনানির সময় একজনও আইনজীবী অভিযুক্তের তরফে ওকালতনামা (Vakalatnama) দাখিল করতে এগিয়ে আসেননি ৷ ওকালতনামা হল একটি নথি, যা একজন আইনজীবীকে তার মক্কেলের পক্ষে মামলা লড়ার ক্ষমতা দেয় ।