নয়াদিল্লি, 9 মার্চ : জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বুধবার সকালে কাশ্মীরের একাধিক জায়গায় অভিযান চালায় কোথা থেকে জঙ্গিদের হাতে টাকা আসছে সন্ত্রাসমূলক কাজের জন্য তা জানার জন্য (NIA Raids Multiple Places in Kashmir) ।
সূত্র অনুযায়ী, দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন এনআইএর দল অভিযান চালাচ্ছে কাশ্মীরে ।" ছুট্টাগ্রামের শোপিয়ান, তুর্কওয়ানগান, পাট্টান টাউন, বারামুলা-সহ আরও কিছু জায়গায় অভিযান চালাচ্ছে তারা," এনআইএ তরফ থেকে জানানো হয় ৷ জামিয়ত ইসলামিয়ার প্রাক্তন জেলা সভাপতির বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে । তার বাড়ি পট্টন এলাকার আর্ম মহল্লায়।