নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: গ্যাংস্টার-জঙ্গি আঁতাতের মামলায় (Gangster-Terror Case) উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে 70টিরও বেশি জায়গায় হানা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA Raids in Gangster Case)। সূত্র মারফৎ জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি এবং অন্যান্য রাজ্যের একাধিক জায়গায় গ্যাংস্টার বিরোধী অভিযান চলছে । পিলভিট, প্রতাপগড় এবং অন্যান্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা ।
নভেম্বরে গ্রেফতার হয়েছিল 4 জন: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত অবস্থানগুলিতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সূত্র । ইতিমধ্যেই গত বছরের নভেম্বরে পঞ্জাবের রূপনগর জেলায় অভিযানের সময় এই দুষ্কৃতী দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে । তাঁদের বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র সংক্রান্ত বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে ।
গত সপ্তাহে গ্রেফতার অস্ত্র সরবরাহকারী: মাত্র এক সপ্তাহ আগে, জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সিরসা থেকে লজিস্টিক সরবরাহকারী এবং গ্যাংস্টার আঁতাত নেটওয়ার্কের জন্য অস্ত্র সরবরাহকারী একজনকে গ্রেফতার করেছে । কেন্দ্রীয় এজেন্সি ভারতে এবং বিদেশে অবস্থিত বেশকয়েকজন গ্যাংস্টারকে চিহ্নিত করেছে যাঁরা সন্ত্রাসবাদী হামলা চালাতে আগ্রহী ।