তিরুবনন্তপুরম, 29 ডিসেম্বর: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (Popular Front of India) বা পিএফআই ষড়যন্ত্র মামলার (PFI Conspiracy Case) তদন্তে ফের কোমর বেঁধে মাঠে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) বা এনআইএ (NIA) ৷ বৃহস্পতিবার কেরালার (Kerala) অন্তত 56টি জায়গায় একসঙ্গে অভিযান চালাল তারা (NIA Raids in Kerala) ৷
শেষ পাওয়া খবর অনুসারে, এদিন সকাল থেকে শুরু হওয়া এই তল্লাশি অভিযান এখনও অব্য়াহত রয়েছে ৷ সূত্রের দাবি, পিএফআই সদস্যদের সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন ব্যক্তিদের বাড়ি ও দফতরে তল্লাশি চালানো হচ্ছে ৷ উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এই সংগঠনের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠেছে ৷ সেই অনুসারে, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধী) আইন, 1967-এর আওতায় এই সংগঠনকে পাঁচবছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ৷ একইসঙ্গে, এই সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সমস্ত ব্যক্তিও কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার আতসকাচের নীচে রয়েছেন ৷ তার জেরেই এদিনের এই খানাতল্লাশি বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন:রায়গড়ে 4 পিএফআই কর্মীকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস
বৃহস্পতিবার সকাল থেকে কেরালাজুড়ে অভিযানে নামেন এনআইএ সদস্যরা ৷ সঙ্গে ছিলেন স্থানীয় থানার পুলিশকর্মী ও আধিকারিকরা ৷ সূত্রের দাবি, পিএফআইয়ের একাধিক সদস্যের বিরুদ্ধে দেশবিরোধী এবং সন্ত্রাসমূলক কার্যকলাপ ও খুনের মতো অপরাধের সঙ্গে যুক্ত থাকার নির্দিষ্ট অভিযোগ রয়েছে ৷ তার ভিত্তিতেই এই অভিযান শুরু করা হয় ৷ অভিযুক্তদের বিরুদ্ধে যাঁদের খুন করার অভিযোগ উঠেছে, সেই সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ্যে এসেছে ৷ এই হতভাগ্যদের মধ্যে রয়েছেন, সঞ্জিত (কেরালা, নভেম্বর 2021), ভি রামালিঙ্গম (তামিলনাড়ু, 2019), নাডু (কেরালা, 2021), অভিমন্যু (কেরালা, 2018), বিবিন (কেরালা, 2017), শরৎ (কর্ণাটক, 2017), আর সুরেশ (কর্ণাটক, 2016), প্রবীণ পুয়ারি (কর্ণাটক, 2016) এবং শশী কুমার (তামিলনাড়ু, 2016) ৷
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, পিএফআই সদস্যদের বিরুদ্ধে অসংখ্য খুন-সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ৷ কেন্দ্রের বক্তব্য, কেবলমাত্র নিজেদের নির্দিষ্ট স্বার্থসিদ্ধি করার জন্য পিএফআই ক্য়াডাররা "সাধারণের শান্তি ও স্থিতিশীলতা ভঙ্গ করছেন ৷ তাঁরা জনতার মনে ভয় ও আতঙ্ক তৈরি করতে চাইছেন ৷" একইসঙ্গে, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়, "পিএফআইয়ের সদ্যসদের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনেরও সম্পর্ক রয়েছে !" এমনকী, পিএফআইয়ের কিছু প্রাক্তন সদস্য ইতিমধ্যেই আইসিস-সহ বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনে নাম লিখিয়েছেন ৷ চলতি বছর এখনও পর্যন্ত সারাদেশে পিএফআইয়ের 150টিরও বেশি ঘাঁটিতে তল্লাশি চালিয়েছে এনআইএ ৷