পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NIA raids across Jammu and Kashmir: সন্ত্রাসে অর্থ জোগানের উৎস খুঁজতে ভূস্বর্গে ফের দফায় দফায় হানা এনআইএ-র

সন্ত্রাসে অর্থ জোগানের উৎস (Terror financing case) খুঁজতে ভূস্বর্গের বিভিন্ন জায়গায় ফের দফায় দফায় হানা দিল এনআইএ (NIA raids across Jammu and Kashmir)৷ উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথিপত্র ৷

NIA launches fresh raids across Jammu and Kashmir in terror financing case
সন্ত্রাসে অর্থ জোগানের উৎস খুঁজতে ভূস্বর্গে ফের দফায় দফায় হানা এনআইএ-র

By

Published : Jun 16, 2022, 11:26 AM IST

Updated : Jun 16, 2022, 11:59 AM IST

শ্রীনগর, 16 জুন: জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA raids across Jammu and Kashmir)৷ সীমান্তপারে সন্ত্রাসে অর্থ জোগানোর মামলায় আজ সকাল থেকে ভূস্বর্গের বিভিন্ন অংশে আচমকা হানা দেয় এনআইএ ৷ হানা দেওয়া হয় বারামুলা ও অন্যান্য নানা স্থানে ৷

এনআইএ-র পাশাপাশি এই অভিযানে শামিল ছিল বারামুলা পুলিশ ও সিআরপিএফ (Terror financing case)৷ বিভিন্ন জায়গায় হানা দিয়ে বেশকিছু বৈদ্যুতিন ডিভাইস ও নথি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে (Jammu and Kashmir news)৷

বুধবারও উত্তর কাশ্মীরের বারামুলা ও কুপওয়ারার বিভিন্ন জায়গায় হানা দেয় এনআইএ ৷ সীমান্তপারে সন্ত্রাসে অর্থ জোগানোর মামলায় তদন্তে নেমে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা ৷ বুধবার এনআইএ-র মুখপাত্র জানিয়েছিলেন, বারামুলা ও হান্দওয়ারার একটি জায়গায় হানা দিয়েছে এনআইএ ৷ 2016 সালের ডিসেম্বর মাসে টেরর-ফিনান্সিং মামলা দায়ের করে তদন্ত শুরু করে জাতীয় তদন্তকারী সংস্থা ৷

আরও পড়ুন:Shopian Encounter : সোপিয়ানে রাতভর এনকাউন্টার, নিহত ব্যাঙ্ক ম্যানেজারের হত্যাকারী লস্কর জঙ্গি

Last Updated : Jun 16, 2022, 11:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details