নয়াদিল্লি, 20 নভেম্বর:ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সন্ত্রাসী তালিকাভুক্ত ব্যক্তি গুরপতবন্ত সিং পান্নুর বিরুদ্ধে একটি পৃথক মামলা নথিভুক্ত করেছে ৷ পান্নুর সর্বশেষ ভাইরাল ভিডিয়ো যেখানে এয়ার ইন্ডিয়া এবং এয়ারলাইন্সের কার্যক্রম 19 নভেম্বর থেকে বন্ধ করার হুমকি দেওয়া হয় ৷ যার প্রেক্ষিতেই পান্নুর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে এনআইএ সোমবার জানিয়েছে ৷
এনআইএ ভারতীয় দণ্ডবিধি এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, 1967-এর বিভিন্ন ধারায় পান্নুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শিখস ফর জাস্টিস (এসএফজে)-এর নিষিদ্ধ 'বেআইনি সমিতি'-এর স্ব-ঘোষিত জেনারেল কাউন্সেল পান্নু বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিয়ো বার্তা প্রকাশ এবং প্রচারের পরে ফের একবার বিতর্কের মুখে। 19 নভেম্বর বা তারপরে এয়ার ইন্ডিয়ার বিমানে উড়লে যাত্রীদের জীবনের জন্য তা বড়সড় হুমকি হবে ৷ একই সঙ্গে, এয়ার ইন্ডিয়াকে গোটা বিশ্বে পরিচালনা করতে দেওয়া হবে না বলেও জানায় পান্নু।
পান্নুর বক্তব্য এবং হুমকির পর কানাডা, ভারত এবং অন্যান্য কিছু দেশে যেখানে এয়ার ইন্ডিয়ার বিমান যায় সেখানে নিরাপত্তা বাহিনীর তদন্তের পাশাপাশি চরম সতর্কতা জারি করা হয়েছে। 4 নভেম্বর প্রকাশিত পান্নুর ভিডিয়ো বার্তাগুলিতে, শিখদের তাদের জীবনের সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে ওই তারিখে এবং তারপরে এয়ার ইন্ডিয়ার বিমানে উড়ে যাওয়া বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন। তিনি ভারত সরকারকে সতর্কও করে বলেছেন, "ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (আইজিআইএ) আগামী 19 নভেম্বর বন্ধ থাকবে।" রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম একটি।
ভারতে সন্ত্রাসবাদ কার্যত জাগিয়ে তোলার জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রচার করার জন্য পান্নু পঞ্জাবের চলতি সমস্যাগুলি, বিশেষ করে শিখ ধর্মের বিষয়ে শিখদের মধ্যে শত্রুতা প্রচার করে একটি মিথ্যা বর্ণনা তৈরি করছে বলে অভিযোগ। সর্বশেষ হুমকি একই বর্ণনার সঙ্গে সঙ্গতিপূর্ণ, যা পান্নু অতীতে সক্রিয়ভাবে প্রচার করেছে বলেও অভিযোগ ৷ রেল-সহ অপরিহার্য পরিবহণ নেটওয়ার্ক সিস্টেম, সেইসঙ্গে ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকেও টার্গেট করে হুমকি দিয়েছিল পান্নু ৷