পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NIA Raid In Motihari: বিহারে এনআইএ-এর হাতে আটক তিন সন্দেহভাজন পিএফআই জঙ্গি

মোতিহারীতে এনআইএ পটনা এবং রাঁচির দল (NIA Raid In Motihari) আজ সকালে অভিযান চালিয়েছে । জেলা পুলিশের সহায়তায় এই অভিযানে তিনজনকে আটক করা হয়েছে । সবাইকে গোপন স্থানে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর । পটনা পুলিশ সদর দফতরের এডিজি জিতেন্দ্র সিং গাংওয়ার এ খবর নিশ্চিত করেছেন ।

NIA Raid
আটক জঙ্গি

By

Published : Feb 4, 2023, 2:18 PM IST

মোতিহারী(বিহার), 4 ফেব্রুয়ারি: এনআইএ (NIA) শনিবার বিহারের মোতিহারীতে নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর তিন সন্দেহভাজন সহযোগীকে আটক করেছে ৷ আধিকারিকদের তরফে জানা গিয়েছে, এনআইএ-র একটি দল শনিবার ভোরে মোতিহারীর জেলার চকিয়া থানা এলাকার কুয়াওয়ান গ্রামে অভিযান চালায় (NIA Raid In Motihari) । অভিযানের সময় এনআইএ দল তিন বাসিন্দাকে তাদের হেফাজতে নিয়েছিলেন বলে এক আধিকারিক জানিয়েছেন ।

জেলা পুলিশের সহযোগিতায় অভিযান:আটক ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি । এসপি কান্তেশ কুমার মিশ্র (SP Kantesh Kumar Mishra) নিশ্চিত করেছেন যে এনআইএর পটনা এবং রাঁচি ইউনিটের দল জেলা পুলিশের সহায়তায় চকিয়ার কুয়াওয়ান গ্রামে অভিযান চালিয়েছে । এনআইএ হেফাজতে নেওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা (NIA detains 3 terror suspects linked to PFI in Bihar) ৷ তিনি জানান, এই মামলায় তিনজনকে আটক করা হয়েছে ৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে এসপি বলেন, "কারণ বলাটা এখন কঠিন ।"

তবে, এডিজি পুলিশ হেডকোয়ার্টার বিহার জিতেন্দ্র সিং গাংওয়ার (Jitendra Singh Gangwar) বলেন, "পিএফএলের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে । এনআইএ মোতিহারী পুলিশের সক্রিয় সহায়তায় আজ সকালে চকিয়া মহকুমা এলাকা থেকে 3 জন পিএফআই সন্দেহভাজন ব্যক্তিকে পাকড়াও করেছে ৷ সকলকে বিহার পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যৌথ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৷" জিতেন্দ্র জানান, আরও বিশদ তথ্য শীঘ্রই দেওয়া হবে ৷

ফুলওয়ারি শরীফ সন্ত্রাস মডিউল সংযোগ:পটনার ফুলওয়ারি শরীফ সন্ত্রাস মডিউল মামলায় জড়িত থাকার সন্দেহে এই তিনজনকে আটক করা হতে পারে বলে সূত্রের খবর । উল্লেখযোগ্যভাবে, আটক রিয়াজের ফুলওয়ারি শরীফ সন্ত্রাস মামলায় নাম রয়েছে । এছাড়াও কুয়াওয়ান গ্রামের বাসিন্দা রিয়াজ-সহ আরও দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে । এনআইএ রিয়াজের বাড়িতে অভিযান চালিয়েছিল এবং এর আগেও তল্লাশি চালিয়েছিল । অভিযানের সময় তাঁর বাড়ি থেকে অনেক সন্দেহজনক নথি বাজেয়াপ্ত করা হয়েছিল ।

আরও পড়ুন:নরওয়ালে তিনটি বিস্ফোরণের তদন্তে এনআইএ

ABOUT THE AUTHOR

...view details