মুম্বই, 9 মে : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মুম্বইয়ে দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কিত একাধিক জায়গায় তল্লাশি চালাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency) ৷ অভিযানে গ্যাংস্টার ছোটা শাকিলের সহযোগী সেলিম কুরেশি ওরফে সেলিম ফ্রুটকে আটক করা হয়েছে ৷
জানা গিয়েছে, এদিন নাগপাড়া, গোরেগাঁও, বোরিভলি, সান্তা ক্রুজ, থানের মুম্বরা, একটি হাউজিং সোসাইটি, ভেন্ডি বাজার-সহ এক ডজনেরও বেশি জায়গায় অভিযান চালানো হয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে, এনআইএ দাউদের ডি কোম্পানি এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছে । এই অভিযানগুলি আন্ডারওয়ার্ল্ড ডনের বিরুদ্ধে এনআইএ'র সেই তদন্তেরই অংশ।
আরও পড়ুন : মুম্বইয়ে দাউদ ইব্রাহিমের 6 টি সম্পত্তির নিলাম
চলতি বছরের ফেব্রুয়ারিতে, দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত একটি আর্থিক তছরূপের মামলার তদন্তের অংশ হিসাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কুরেশিকে জিজ্ঞাসাবাদ করেছিল । গতবছর স্মাগলার ও ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস অ্যাক্ট অর্থাৎ ( SAFEMA ) দাউদের বিভিন্ন সম্পত্তির নিলাম ডেকেছিল ৷
প্রসঙ্গত, রাষ্ট্রসংঘ ইতিমধ্যেই দাউদের ডি কোম্পানিকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে ৷ 1993 সালের মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ডকে 2003 সালে বিশ্বব্যাপী সন্ত্রাসী’ও ঘোষণা করা হয়েছিল (Mastermind of the 1993 Mumbai serial blast was declared Global Terrorist in 2003) ।