কান্নুর, 1 জুন: কেরলের কান্নুর রেলওয়ে স্টেশনে ট্রেনে অগ্নিকাণ্ড ৷ বুধবার রাত দেড়টা নাগাদ আগুন লেগে যায় কান্নুর-আলাপুজা এক্সিকিউটিভ ট্রেনের একটি বগিতে ৷ ট্রেনে আগুন লেগে যাওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । রেলওয়ে পুলিশ এবং কেরল পুলিশ ঘটনার তদন্ত করছে । এই ঘটনার তথ্য চেয়ে পাঠিয়েছে এনআইএ'ও । ফরেনসিক দল এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে ট্রেন এবং স্টেশন পরিদর্শন করেছে । এই ঘটনায় নাশকতার ছক ছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।
নাশকতার সন্দেহ:জানা গিয়েছে, কান্নুর রেলস্টেশনে রাত দেড়টা নাগাদ ট্রেনটি দাঁড়িয়েছিল । সেই সময় তাতে আগুন লাগে এবং একটি বগি সম্পূর্ণ পুড়ে যায় । তবে সেসময় ট্রেনের মধ্যে কোনও যাত্রী ছিল না বলেই খবর ৷ সমস্ত যাত্রী ট্রেন থেকে নেমে যাওয়ার পরই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল ৷ তাই কেউ এই ঘটনায় আহত হয়নি ।
দমকলের চারটি ইঞ্জিন প্রায় রাত 3.15 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে ৷ ট্রেনটির পিছনের তৃতীয় কোচে আগুন লেগেছিল । পুলিশ সূত্রে খবর, ওই ট্রেনের কাছে এক ব্যক্তিকে কৌটো হাতে নিয়ে হাঁটতে দেখা গিয়েছে । এর পাশাপাশি ট্রেনে যেখানে আগুন লেগেছে তার থেকে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের জ্বালানি স্টোরেজ মাত্র 100 মিটার দূরে । ফলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল ৷ তবে তা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা ।