পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kannur Train Fire Incident: কান্নুরে ট্রেনে ফের অগ্নিকাণ্ড, নাশকতার সন্দেহ রেলের - কান্নুর রেলওয়ে স্টেশন

কেরলের কান্নুর রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুন ৷ এই ঘটনার তথ্য সংগ্রহ করল এইআইএ ৷ নাশকতার সন্দেহ করছে রেল ৷ এর আগে 2 এপ্রিল ওই একই ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ৷

train catches fire at Kannur
ট্রেনে অগ্নিকাণ্ড

By

Published : Jun 1, 2023, 1:03 PM IST

কান্নুরে অগ্নিকাণ্ডে তদন্ত করছে ফরেনসিক দল

কান্নুর, 1 জুন: কেরলের কান্নুর রেলওয়ে স্টেশনে ট্রেনে অগ্নিকাণ্ড ৷ বুধবার রাত দেড়টা নাগাদ আগুন লেগে যায় কান্নুর-আলাপুজা এক্সিকিউটিভ ট্রেনের একটি বগিতে ৷ ট্রেনে আগুন লেগে যাওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । রেলওয়ে পুলিশ এবং কেরল পুলিশ ঘটনার তদন্ত করছে । এই ঘটনার তথ্য চেয়ে পাঠিয়েছে এনআইএ'ও । ফরেনসিক দল এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে ট্রেন এবং স্টেশন পরিদর্শন করেছে । এই ঘটনায় নাশকতার ছক ছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

নাশকতার সন্দেহ:জানা গিয়েছে, কান্নুর রেলস্টেশনে রাত দেড়টা নাগাদ ট্রেনটি দাঁড়িয়েছিল । সেই সময় তাতে আগুন লাগে এবং একটি বগি সম্পূর্ণ পুড়ে যায় । তবে সেসময় ট্রেনের মধ্যে কোনও যাত্রী ছিল না বলেই খবর ৷ সমস্ত যাত্রী ট্রেন থেকে নেমে যাওয়ার পরই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল ৷ তাই কেউ এই ঘটনায় আহত হয়নি ।

দমকলের চারটি ইঞ্জিন প্রায় রাত 3.15 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে ৷ ট্রেনটির পিছনের তৃতীয় কোচে আগুন লেগেছিল । পুলিশ সূত্রে খবর, ওই ট্রেনের কাছে এক ব্যক্তিকে কৌটো হাতে নিয়ে হাঁটতে দেখা গিয়েছে । এর পাশাপাশি ট্রেনে যেখানে আগুন লেগেছে তার থেকে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের জ্বালানি স্টোরেজ মাত্র 100 মিটার দূরে । ফলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল ৷ তবে তা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা ।

আরও পড়ুন:ভারত-বাংলাদেশ বন্ধন এক্সপ্রেসে আগুন আতঙ্ক, রেলকর্মীদের তৎপরতায় পরিস্থিতি আসে নিয়ন্ত্রণে

পরপর দুটি অগ্নিকাণ্ড একই ট্রেনে: দু'মাসের মধ্যে একই ট্রেনে এই নিয়ে দ্বিতীয়বার আগুন লাগার ঘটনা ঘটেছে ৷ এর আগে এপ্রিল মাসে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত করছে এনআইএ ৷ 2 এপ্রিল রাতে কোঝিকোড় জেলায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় একটি শিশু-সহ তিনজনের মৃত্যু হয়েছিল । এই ঘটনায় অভিযুক্ত শাহরুখ সাইফিকে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করেছে তদন্তকারী দল । শাহরুখ সাইফি এখন হেফাজতে । ওই ঘটনায় জঙ্গি যোগ পাওয়া যায় ৷ ঘটনার তদন্ত নেমে শাহরুখের আত্মীয় ও বন্ধুদের জেরা করে এনআইএ। শাহরুখের বন্ধুর বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য কোচিতে ডাকা হয়েছিল ৷ পরে তাকে কোচির একটি লজ থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ।

আরও পড়ুন:দাহ্যবস্তু-সহ ট্যাঙ্কারে ভয়াবহ আগুন, সাতটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

নিরাপত্তা নিয়ে প্রশ্ন: কেরলে একের পর এক ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে । রেল স্টেশন ও ট্রেনে নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে । তবে বারবার এই ধরনের ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details