পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আট আইসিস জঙ্গিকে গ্রেফতার করে আইইডি বিস্ফোরণের ছক বানচাল এনআইএ-র - এনআইএ

Eight ISIS Operatives Arrested: সোমবার দেশের চার রাজ্য়ের 19টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ ৷ গ্রেফতার করে আটজন আইসিস জঙ্গিকে ৷ এনআইএ জানিয়েছে, এদের কাছ থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে ৷ এরা বড়সড় আইইডি বিস্ফোরণের পরিকল্পনা করছিল ৷

NIA
NIA

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 8:08 PM IST

নয়াদিল্লি, 18 ডিসেম্বর: আইইডি বিস্ফোরণের বড়সড় ছক বানচাল করল এনআইএ ৷ সোমবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জঙ্গি সংগঠন আইএসআইএস (আইসিস)-এর আটজন জঙ্গিকে গ্রেফতার করেছে ৷ এরাই আইইডি বিস্ফোরণের পরিকল্পনা করছিল বলে জানা গিয়েছে ৷

এইনআই-এর তরফে জানানো হয়েছে, ধৃতরা আইসিসের বেল্লারি মডিউলের সদস্য ৷ চার রাজ্যের 19টি জায়গায় তল্লাশি চালিয়ে এদের গ্রেফতার করা হয় ৷ এর মধ্যে কর্ণাটকের বেল্লারি ও বেঙ্গালুরু, মহারাষ্ট্রের অমরাবতী, মুম্বই ও পুনে, ঝাড়খণ্ডের জামশেদপুর ও বোকারো এবং দিল্লি-সহ একাধিক জায়গা রয়েছে ।

এনআইএ জানিয়েছে, ধৃত আইসিস অপারেটরদের মধ্যে সংগঠনের নেতা মিনাজও রয়েছে । মিনাজ ওরফে মহম্মদ সুলাইমান ও সৈয়দ সমীরকে বেল্লারি থেকে, আনাস ইকবাল শেখকে মুম্বই থেকে, মহম্মদ মুনিরুদ্দিন, সৈয়দ সামিউল্লাহ ওরফে সামি ও মহম্মদ মুজাম্মিলকে বেঙ্গালুরু থেকে, শায়ান রহমান ওরফে হুসেনকে দিল্লি থেকে এবং মহম্মদ শাহবাজ ওরফে জুলফিকার ওরফে গুড্ডুকে জামশেদপুর থেকে গ্রেফতার করা হয়েছে । এদের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ৷

এনআইএ-র মতে, মিনাজ ওরফে মহম্মদ সুলাইমানের নেতৃত্বে বাকিরা কাজ করত । অভিযানের ফলে বিস্ফোরক কাঁচামাল যেমন সালফার, পটাসিয়াম নাইট্রেট, চারকোল, গানপাউডার, চিনি ও ইথানল, ধারালো অস্ত্র, হিসাববিহীন নগদ ও অপরাধমূলক নথি, স্মার্টফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে ৷

এনআইএ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে অভিযুক্তরা আইইডি তৈরির জন্য বিস্ফোরক কাঁচামাল ব্যবহার করার পরিকল্পনা করেছিল ৷ ওই আইইডি সন্ত্রাসবাদী কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল ৷ একটি অ্যাপের মাধ্যমে তারা নিজেদের মাধ্যমে যোগাযোগ রাখত ৷ এনআইএ আরও জানিয়েছে যে, তারা এই কাজের জন্য বিশেষভাবে কলেজের ছাত্রদের টার্গেট করত ৷ তারা সন্ত্রাস সংক্রান্ত কিছু নথিও ছড়িয়েছিল বিভিন্ন এলাকায় ৷

উল্লেখ্য, গত 14 ডিসেম্বর আইসিসের বেল্লারি মডিউল নিয়ে একটি মামলা দায়ের করে এনআইএ ৷ সেই মামলার তদন্তে নেমেই এই তল্লাশি অভিযান চলে সোমবার ৷ সেখানে কর্ণাটক, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র ও দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলে এই অভিযান ৷ এনআইএ-র তরফে জানানো হয়েছে যে সাম্প্রতিক সময়ে এমন অভিযান আরও চালানো হয়েছে ৷ অনেককে গ্রেফতারও করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. পুনে ও কর্ণাটকে 44টি জায়গায় এনআইএ অভিযান, আইসিসের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার 13
  2. জিলেটিন স্টিক ও ডিটোনেটর-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার নলহাটিতে
  3. সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার অভিযোগে জম্মু-কাশ্মীরে এনআইএ-র তল্লাশি

ABOUT THE AUTHOR

...view details