শ্রীনগর, 11 অক্টোবর:নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (Islamic State of Iraq and Syria) বা আইসিস (ISIS)-এর সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে রবিবার তিনজনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) বা এনআইএ (NIA) ৷ ওই তদন্তকারী সংস্থার মুখপাত্র জানিয়েছেন, শ্রীনগরের (Srinagar) আটটি জায়গায় এবং দক্ষিণ কাশ্মীরের (South Kashmir) অনন্তনাগে (Anantnag) তল্লাশি চালানো হয় ৷ সেই তল্লাশি অভিযানেই তৌহিদ লতিফ, সুহেন আহমেদ এবং আফসান পারভেজকে গ্রেফতার করা হয় ৷ তারা প্রত্যেকেই শ্রীনগরের বাসিন্দা ৷
আরও পড়ুন :Anantnag Encounter: অনন্তনাগে এনকাউন্টারে খতম জঙ্গি, জখম পুলিশকর্মী
এনআইএ-র দাবি, ভারতের বিরুদ্ধে জেহাদকে আরও রক্তক্ষয়ী করতে আইসিস ভারতীয় যুবকদের একাংশকে টার্গেট করেছে ৷ তাঁদের মৌলবাদের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা চলছে ৷ সাইবার প্রচারের মাধ্যমে তারা সন্ত্রাসবাদের জন্য অর্থ সংগ্রহ করতে চায় ৷ এর জন্য ভারতে যারা এই সংগঠনের সঙ্গে জড়িত, তাদের ছদ্ম-অনলাইন পরিচয় তৈরি করে জঙ্গি-নেটওয়ার্কের প্রসার ঘটনার ছক কষেছিল তারা ৷ অনলাইনেই মৌলবাদের প্রচার-পত্র ছড়িয়ে দেওয়া হচ্ছিল ৷