পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NIA on Dawood Ibrahim: দাউদ ও ছোটা শাকিলের মাথার দাম ঘোষণা করল এনআইএ - জাতীয় তদন্তকারী সংস্থা

দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) মাথার দাম 25 লক্ষ টাকা ৷ তাঁর খোঁজ দিতে পারলে বা তাঁকে ধরিয়ে দিতে পারলে মিলবে এই অর্থ ৷ এই ঘোষণা করেছে এনআইএ (NIA announces cash reward of Rs 25 Lakh on Dawood Ibrahim) ৷

NIA announces cash reward
ETV Bharat

By

Published : Sep 1, 2022, 3:34 PM IST

Updated : Sep 1, 2022, 4:20 PM IST

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) খোঁজ দিতে পারলে বা তাঁকে ধরিয়ে দিতে পারলে মিলবে নগদ 25 লাখ টাকা পুরস্কার ৷ এই ঘোষণা করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) (NIA announces cash reward of Rs 25 Lakh on Dawood Ibrahim) ৷ একইভাবে পুরস্কার ঘোষণা করা হয়েছে দাউদের অন্যতম সহযোগী বলে পরিচিত ছোটা শাকিলের নামেও ৷

18 অগস্ট এনআইএ'র তরফে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলে হয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা সংক্রান্ত সনদে দাউদ ইব্রাহিমকে 'আন্তর্জাতিক জঙ্গি' বলে ঘোষণা করা হয়েছে (NIA on Dawood Ibrahim) ৷ ডি-কোম্পানি নামে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক চালায় দাউদ ৷ এনআইএ আরও জানিয়েছে, দাউদ এবং তাঁর সহযোগিরা একাধিক জঙ্গি কার্যকলাপের পাশাপাশি, অস্ত্র ও মাদক পাচার, অর্থ তছরূপ, জাল টাকারক কারবারের সঙ্গেও যুক্ত ৷ লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মহম্মদ, আল কায়দার মতো জঙ্গি সংগঠনের জন্য অর্থও জোগার করে দাউদ ও তার সহযোগীরা ৷

আরও পড়ুন: চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে বিপুল ক্ষতি, ইস্তফা দিলেন স্পাইসজেটের সিএফও

দাউদ ইব্রাহিম-সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে এই আর্থিক পুরস্কার ঘোষণা করেছে এনআইএ (NIA) ৷ সেই তালিকায় রয়েছে ছোটা শাকিল, জাভেদ চিকনা, টাইগার মেনন ও আনিস ইব্রাহিম শেখের নাম ৷ ছোটা শাকিলের মাথার দাম 20 লাখ টাকা ধার্য করেছে এনআইএ ৷ জাভেদ চিকনা, টাইগার মেনন ও আনিস ইব্রাহিম শেখের মাথার দাম ধরা হয়েছে 15 লাখ টাকা ৷

Last Updated : Sep 1, 2022, 4:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details