নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) খোঁজ দিতে পারলে বা তাঁকে ধরিয়ে দিতে পারলে মিলবে নগদ 25 লাখ টাকা পুরস্কার ৷ এই ঘোষণা করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) (NIA announces cash reward of Rs 25 Lakh on Dawood Ibrahim) ৷ একইভাবে পুরস্কার ঘোষণা করা হয়েছে দাউদের অন্যতম সহযোগী বলে পরিচিত ছোটা শাকিলের নামেও ৷
18 অগস্ট এনআইএ'র তরফে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলে হয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা সংক্রান্ত সনদে দাউদ ইব্রাহিমকে 'আন্তর্জাতিক জঙ্গি' বলে ঘোষণা করা হয়েছে (NIA on Dawood Ibrahim) ৷ ডি-কোম্পানি নামে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক চালায় দাউদ ৷ এনআইএ আরও জানিয়েছে, দাউদ এবং তাঁর সহযোগিরা একাধিক জঙ্গি কার্যকলাপের পাশাপাশি, অস্ত্র ও মাদক পাচার, অর্থ তছরূপ, জাল টাকারক কারবারের সঙ্গেও যুক্ত ৷ লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মহম্মদ, আল কায়দার মতো জঙ্গি সংগঠনের জন্য অর্থও জোগার করে দাউদ ও তার সহযোগীরা ৷