নয়াদিল্লি, 28 অক্টোবর: ভয়াবহ ঘটনার সাক্ষী রাজস্থান । অভিযোগ, ঋণ পরিশোধ করতে না পারায় একই পরিবারের মেয়েদের নিলাম করা হয়েছে। তাও আবার রীতিমতো স্ট্যাম্প পেপারে লিখে । আপত্তি করায় তাদের মা-কে 'ধর্ষণ'ও করা হয়। আর এই বিষয়টি নাকি হয়েছে জাতি পঞ্চায়েতের নির্দেশে । কয়েকটি সংবাদমাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশ্যে আসতেই রাজস্থান সরকারের থেকে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission) ।
কমিশনের জারি করা বিবৃতিতে বলা হয়েছে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। আর্থিক লেনদেন থেকে শুরু করে নানা ধরনের সমস্যার সমাধান হিসেবে মেয়েদের নিলাম করার ঘটনা ঘটে (Allegedly girls are being auctioned to settle financial disputes) । 8 থেকে 18 বছর বয়সী এই সমস্ত মেয়েদের নিলাম করে দেশের বিভিন্ন বড় শহরে পাঠিয়ে দেওয়া হয়। কখনও কখনও তাদের বিদেশেও পাঠিয়ে দেওয়া হয় বলে মনে করে কমিশন । বিবৃতিতে আরও বলা হয়েছে,সংবাদমাধ্যমে এই ঘটনা সম্পর্কে যা প্রকাশিত হয়েছে তা কতদূর সত্য সেটাই রিপোর্ট আকারে জানাতে হবে রাজস্থানের মুখ্যসচিবকে। সেখানে ঘটনাটি কীভাবে ঘটেছে, কারা কারা যুক্ত ছিল- এই সমস্ত তথ্যের পাশাপাশি কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও জানাতে হবে (The chief secretary of Rajasthan will have to submit the report before NHRC) ।